দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে একটু শান্তির জন্য বাঙালি পাহাড়ের যেতে চাইছে। কয়েকদিন বেশ শীতলতা নিয়ে ঘুরে আসা যায়। জায়গাটি দার্জিলিং থেকে মাত্র ১৬ কিলোমিটার দুরুত্বে অবস্থিত একটি পাহাড়ি গ্রাম। এই গ্রামটি পাহাড়ে ঘেরা, যার অপরূপ সৌন্দর্য আপনার মন মুগ্ধ করবে। পাহাড়ে ঘেরা এই স্থানটির নাম রঙ্গারুন। এখানে রয়েছে রঙ্গারুনটি এস্টেট। এস্টেটকে কেন্দ্র করে রয়েছে রঙ্গারুন পর্যটন কেন্দ্র।
এই রঙ্গারুন ইতিমধ্যে পর্যটন মানচিত্রে কিছুটা স্থান করে নিয়েছে। দার্জিলিয়ের দক্ষিণ পশ্চিমে প্রায় ৫৯৫০ ফুট উচ্চতায় অবস্থিত রয়েছে রঙ্গারুন। অনেকে এই স্থানকে মেঘের দেশ বলে ডাকে। এই স্থানে রয়েছে বহু পুরানো চা বাগান। এই গ্রামে রয়েছে একটি মন্দিরও। অন্যদিকে লেপচা ভাষায় রঙ্গারুন শব্দের অর্থ বড় নদীর বাঁক। জানিয়ে রাখি, রঙ্গারুনের পাশ দিয়ে বয়ে গেছে রংডং নদী। ৩/৪ দিনের জন্য অপূর্ব ভ্রমণের জায়গা রঙ্গারুন।
জলপাইগুড়ি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে যাওয়া যায়। এমনকি দার্জিলিং থেকেও গাড়ি ভাড়া করে যেতে পারেন।
থাকার জন্য আছে কয়েকটা সুন্দর ও পরিচ্ছন্ন হোমস্টে। আর চিন্তা না করে চলুন বেরিয়ে পড়া যাক রঙ্গারুন।