Travel

1 year ago

Triveni : দার্জিলিংয়ে যাওয়ার পথে একরাত উত্তরবঙ্গের 'মিনি গোয়া' ত্রিবেণী

Trivani
Trivani

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গ মানেই সাধ মিটিয়ে পাহাড়,ঝর্না আর জঙ্গল। সঙ্গে পাহাড়ি নদী তিস্তা,তোরসা ও রঙ্গিত। সব মিলিয়ে উত্তরবঙ্গের প্রকৃতি বার বার করে ভ্রমণ পিপাসুদের ডাকে। তাই দার্জিলিং,কালিঙ্গপঙ, কার্শিয়াং মানুষেরা বার বার ছুটে ছুটে যায়। এবার ওই যাত্রা পথেই একটা রাত কাটিয়ে যান উত্তরবঙ্গের 'মিনি গোয়া' নামে পরিচিত ত্রিবেণী।

শিলিগুড়ি থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল। সেখানেই রয়েছে সাদা বালুর এক বিস্তীর্ণ চর, যা দেখতে কোনো সুমদ্র সৈকতের থেকে কোনও অংশে কম নয়। এই বালুচরেই ক্যাম্প করে থাকার ব্যবস্থা রয়েছে। চেয়ার-টেবিলের ব্যবস্থাও রয়েছে। আপনি যেখানে বসে এই প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করে অনায়াসে সময় কাটিয়ে দিতে পারবেন। নদীর পারে বসে সময় কাটানো, ভলিবল খেলা বা বোটিং, রিভার র‍্যাফটিং ও ফিশিং...এই সবই যদি এক স্থানে পেয়ে যান, তবে মন্দ কী! ঠিক এই সমস্ত কিছু পেয়ে যাবেন উত্তরবঙ্গের দুর্দান্ত পর্যটক স্থান ত্রিবেণীতে বর্তমানে যা 'মিনি গোয়া' নামেও পরিচিত।

 চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের মধ্যে এই উপত্যকা। একদিক থেকে তিস্তা এবং অপরদিক থেকে রঙ্গিত নদী বয়ে এসে মিলিত হয়েছে। আর সেই ভ্যালির মাঝ বরাবর সেই বালুচর। যা আলাদা ভাললাগা সৃষ্টি করে। বন্ধুদের সঙ্গে বা পরিবারের সঙ্গে বা একাকি ছুটি কাটানোর জন্য এমন একটি স্থান অনেকের কাছেই আদর্শ হয়ে উঠতে পারে। ত্রিবেণীতে রাত কাটালে সেখানে উপভোগ করতে পারবেন বনফায়ার। বার-বি-কিউ চিকেনের সঙ্গে গান-বাজনা, নাচা, হইহুল্লোড়, সব মিলিয়ে এক দারুন সন্ধ্যে কাটবে। এখানে ক্যাম্পে থাকার জন্য আগের থেকে বুকিং করে নিতে হবে, অথবা সরাসরি ত্রিবেণী পৌঁছেও ক্যাম্প বুক করা যায়। ‘First Come First Serve’-র ভিত্তিতে পর্যটকরা ক্যাম্প বুক করতে পারেন। এখন ওখানে বেশ ভিড় হচ্ছে। পরিবার নিয়ে নাহয় নাই গেলেন,কিন্তু বন্ধুদের সঙ্গে খুব মজার কাটাবেন এক রাত। 

যাওয়া - শিলিগুড়ি থেকে ত্রিবেণীর দূরত্ব ৫৫ কিমি , এনজেপি থেকে ত্রিবেণীর দূরত্ব প্রায় ৬০ কিমি ও বাগডোগরা থেকে ত্রিবেণীর দূরত্ব প্রায় ৬৬ কিমি। এই সকল জায়গা থেকেই ত্রিবেণী পৌছনোর জন্য সরাসরি গাড়ি পেয়ে যাবেন । ত্রিবেণীর জন্য সরাসরি গাড়ি বুক করলে ছোট গাড়ি নেবে ২০০০-২৫০০ টাকা (আনুমানিক) ও বড় গাড়ি নেবে ২৫০০-৩০০০ টাকা (আনুমানিক), দরদাম করে গাড়ি বুক করে নিন।

থাকা - আগেই বলেছি এখানে থাকার আদর্শ জায়গা ওই ক্যাম্প। খরচ খুব বেশি নয়। ওই ক্যাম্পগুলোতে থাকার জন্য আপনাকে প্যাকেজ নিতে হবে। যার খরচ জনপ্রতি প্রায় ১৫০০ টাকা। ওই প্যাকেজে থাকে বিকালের চা-বিস্কুট, সন্ধ্যার বনফায়ারের সঙ্গে বার-বি-কিউ চিকেন, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট।

You might also like!