Breaking News
 
Partha Chatterjee: মমতাকে বিস্ফোরক চিঠি পার্থর: 'অন্য অভিযুক্তদের পাশে দল থাকে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন?' Amit Shah: 'সবাইকে খুঁজে বের করুন'! দিল্লি বিস্ফোরণ নিয়ে শাহের জরুরি বৈঠক, তদন্তে গতি বাড়ানোর নির্দেশ Delhi Blast: বিস্ফোরক তথ্য হাতে! লালকেল্লার চক্রীদের পরবর্তী নিশানায় ছিল দিওয়ালি, প্রজাতন্ত্র দিবস Patha Chatterjee: তিন বছর পর নিজের বাড়িতে পার্থ,ঘরে ঢুকতেই উঠল ‘জিন্দাবাদ’ স্লোগান—আবেগতাড়িত প্রাক্তন মন্ত্রী! Pakistan car blast: পাকিস্তানে জো়ড়া হামলা—ইসলামাবাদে প্রাণহানি ১২, খাইবারে পাক সেনার কনভয় হামলায় আহত ১৬! IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের

 

Technology

1 year ago

মাত্র 6,099 টাকা দামে লঞ্চ হল নতুন স্মার্টফোন itel A05s

itel A05s
itel A05s

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এন্ট্রি লেভেল স্মার্টফোন ব্র্যান্ড Itel ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এটি A সিরিজে আনা হয়েছে। স্মার্টফোনটির নাম- Itel A05s। ফোনটিতে এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে এবং শক্তিশালী ব্যাটারি ইনস্টল করা রয়েছে। এছাড়াও রয়েছে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যপার হল Itel A05s-এর দাম 7 হাজার টাকার কম। এই ডিভাইসটি 7.5 ঘন্টার টকটাইম এবং 32 দিনের স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে বলে কোম্পানির দাবি। এতে 2 জিবি র‍্যাম এবং 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সস্তার এই ফোনে আর কী কী ফিচার রয়েছে।

itel A05s এর দাম

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ সহ সিঙ্গেল মডেলে পেশ করা হয়েছে। itel A05s ফোনটি 6,099 টাকা দামে এবং Crystal Blue, Glorious Orange, Meadow Green এবং Nebula Black কালারে সেল করা হবে।

itel A05s এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 720 × 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই এইচডি+ স্ক্রিন ইনসেল আইপিএস প্যানেল দিয়ে তৈরি এবং 60​ হার্টস রিফ্রেশরেট ও 120 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে।

স্টোরেজ: ভারতের বাজারে এই ফোনটি 4GB RAM এর সঙ্গে পেশ করা হয়েছে। এতে 4GB virtual RAM ফিচারও দেওয়া হয়েছে, ফলে এই ফোনে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এতে 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে, যা মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে বাড়ানো যায়।

ওএস: এই লো বাজেট ফোনটি অ্যান্ড্রয়েড 13 গো এডিশনে কাজ করে। ‘গো’ এডিশন থাকার ফলে এই ফোনে Google Go apps ডাউনলোড এবং ইনস্টল করা যায় যা কম RAM স্বত্বেও স্মুথ পারফর্ম করতে পারে এবং কম ব্যাটারি ও ইন্টারনেট ব্যাবহার করে।

প্রসেসর: itel A05s ফোনে প্রসেসিঙের জন্য 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক স্প্রেডট্রাম 9863এ অক্টাকোর চিপসেট দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য itel A05s ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে এবং সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে না তবে একবার ফুল চার্জ করলে ফোনটি গোটা একদিন ব্যাকআপ দিতে সক্ষম।


You might also like!