Technology

9 months ago

5জি ফোনের বাজার কাঁপাতে আসছে নতুন LAVA Storm 5G

LAVA Storm 5G
LAVA Storm 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Lava আজ তাদের আপকামিং স্মার্টফোন Lava Storm 5G -এর ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করলো। আগামী ২১শে ডিসেম্বর ডিভাইসটি বাজারে পা রাখতে চলেছে। একই সাথে সংস্থাটি তাদের আধিকারিক X হ্যান্ডেলের মাধ্যমে একটি অফিসিয়াল টিজার ভিডিও এবং পোস্টারও শেয়ার করেছে। যেখানে বহুল প্রতীক্ষিত এই হ্যান্ডসেটের ডিজাইন সামনে আনা হয়েছে। এছাড়া Lava Storm 5G ফোনের রিয়ার ক্যামেরা সেটআপ, চিপসেট ভ্যারিয়েন্ট সহ কালার বিকল্প সম্পর্কিত তথ্যও প্রকাশ্যে এসেছে।

Lava Storm 5G এর স্পেসিফিকেশন 

ডিসপ্লে: এই ফোনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে বলে জানা গেছে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে।

স্টোরেজ: এই আপকামিং ফোনে 8GB RAM দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে এতে 256GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। তবে মার্কেটে এই ফোনটি একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে বলে মনে করা হচ্ছে।

ক্যামেরা: Lava Storm 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।


You might also like!