Technology

9 months ago

ভারতে লঞ্চ হল নতুন Honor ফোন, জেনে নিন বিস্তারিত

Honor X8b
Honor X8b

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত সেপ্টেম্বরে Honor 90 লঞ্চের মাধ্যমে দীর্ঘ তিন বছর পর ভারতের স্মার্টফোন মার্কেটে প্রত্যাবর্তন করেছে। এখনঅও পর্যন্ত এদেশে ওই একটা ফোনই বিক্রি করছে তারা। কিন্তু এখন মনে করা হচ্ছে যে কোম্পানিটি দেশে আরও একটি নতুন বোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কেননা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে একটি নতুন Honor স্মার্টফোনকে দেখা গেছে। যা অনরের X-সিরিজের অধীনে আসবে বলে শোনা যাচ্ছে। এটি খুব সম্ভবত ডিভাইসটি  Honor X8b হতে পারে

Honor X8b এর দাম

সৌদি আরবে Honor X8b ফোনটির দাম শুরু $240 থেকে যা ভারতীয় দাম অনুযায়ী 19,900 টাকার কাছাকাছি। এই ফোনটি Midnight Black, Titanium Silver এবং Glamorous Green কালারে সেল করা হবে। ভারতে এই ফোনটি কবে লঞ্চ করা হবে বা আদৌ লঞ্চ করা হবে কি না সেই সম্পর্কে কিছুই জানানো হয়নি।

Honor X8b এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট, 3240 হার্টস পিডব্লিউএম ডিমিং এবং 2000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ও ম্যাজিক ওএস 7.2 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 অক্টাকোর প্রসেসরে যোগ করা হয়েছে।

স্টোরেজ: Honor X8b ফোনটি 8GB RAM যোগ রয়েছে। এর সঙ্গে এই ফোনে 128GB স্টোরেজ, 256GB মেমরি এবং 512GB স্টোরেজ দেওয়া হয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Honor X8b ফোনে এলইডি ফ্ল্যাশ সহ এবং এআই ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 4,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 35W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।


You might also like!