Technology

9 months ago

Fire Boltt Wristphone: নতুন Fire-Boltt রিস্টফোন বাজারে আসতেই জোর চর্চা

Fire Boltt Wristphone
Fire Boltt Wristphone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিগত কয়েক বছরে দেশে বাজেট সেগমেন্ট থেকে শুরু করে প্রিমিয়ামে একগুচ্ছ স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। বেশ কিছু দেশি সংস্থাও তাদের স্মার্টওয়াচ বাজারে নামিয়েছে। তবে এরকম হাতঘড়ি দেশ আগে দেখেনি! স্মার্টওয়াচ যে সত্যিই এতটা ‘স্মার্ট’ হতে পারে, তা দেখিয়ে দিল Fire-Boltt। মোট তিনটি স্মার্টওয়াচ লঞ্চ করেছে ব্র্যান্ডটি, তাদের প্রত্যেকটিই লুক ও ডিজ়াইনে আকর্ষণীয়। তেমনই আবার সেই ঘড়িগুলিতে রয়েছে বেশ কিছু তাক লাগানো ফিচার্স। উল্লেখ্য, ইতিমধ্যেই একটি ই-কমার্স ওয়েবসাইটে Fire Boltt-এর Wrist Phone-এর জন্য একটি মাইক্রোসাইটও তৈরি করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, Fire Boltt-এর এই আসন্ন Wrist Phone কি কি ফিচার অফার করবে।

ফায়ার বোল্ট রিস্ট ফোনের ল্যান্ডিং পেজে নিশ্চিত করা হয়েছে যে, শীঘ্রই ডিভাইসটি লঞ্চ হবে। অফিশিয়াল ওয়েবসাইটে “Comming Soon” ট্যাগ লেখা দেখা গেছে।

Flipkart-এ এই নতুন গ্যাজেটের ডিজাইনও প্রকাশ করা হয়েছে। যার ভিত্তিতে বলা যায় যে, এতে চৌকো ডিসপ্লে থাকবে, তবে এর চারপাশের কোনগুলি গোলাকার হবে। এছাড়া, এর চারপাশে ধাতব কেস দেওয়া হবে। এটি দেখে অনেকেরই অ্যাপেল ওয়াচের কথা মনে পড়তে পারে।

আবার ফায়ার বোল্ট রিস্ট ফোন এর পাশে বাটন এবং রোটেটিং ক্রাউন দেখা গেছে। আর নামের মতোই এটি স্মার্টফোন ছাড়াই স্বতন্ত্র ভাবে কাজ করতে সক্ষম। অর্থাৎ এই ঘড়িটির সমস্ত ফাংশন সঞ্চালনের জন্য কোনো স্মার্টফোনের প্রয়োজন হবে না। এই ডিভাইসে ই-সিম সাপোর্ট সহ একটি অপারেটিং সিস্টেমও থাকতে পারে। আশা করা হচ্ছে, এটি ফায়ার ওএস (FireOS) দ্বারা চালিত হবে। এছাড়াও, ব্যবহারকারীরা এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ট্যাব বুকিং, একাধিক অ্যাপ সাপোর্টের সুবিধা এবং খাবার অর্ডার করার মতো কাজ করতে সক্ষম হবে।

 সংস্থাটি যদিও এখনো Fire Boltt Wrist Phone এর লঞ্চের তারিখ প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেনি। সম্প্রতি সংস্থাটি দেশে Fire Boltt Huracan এবং Fire Boltt Armour নামের দুটি স্মার্টওয়াচ লঞ্চ করেছে।


You might also like!