Technology

6 months ago

লঞ্চ হল Samsung Galaxy M55 5G

Samsung Galaxy M55 5G
Samsung Galaxy M55 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃSamsung শীঘ্রই Galaxy M ও Galaxy F সিরিজের অধীনে দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই দুই ফোন হল Samsung Galaxy F55 ও Galaxy M55। এদের মডেল নম্বর যথাক্রমে SM-E556B/DS এবং SM-M556E/DS। সম্প্রতি এই দুই ডিভাইসকে ওয়াইফাই অ্যালায়িন্স ডেটাবেসে দেখা যায়।এই ফোনে 50-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 50-মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। নিচে এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy M55 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.7 ইঞ্চির AMOLED প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে HD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1,000 নিটস পীক ব্রাইটনেস এবং ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফত্নির ব্যাক প্যানেলে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।

কানেক্টিভিটি: এই ফোনে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, এনএফসি এবং ইউএসবি টাইপ সি পোর্টের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনে ডুয়েল স্পিকার যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য পলিকার্বনের বডি দিয়ে তৈরি এই ফোনে IP67 রেটিং দেওয়া হয়েছে।

ডায়মেনশন এবং ওজন: এই ফোনের ওজন 180 এবং থিকনেস 7.8mm।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং One UI 6.1 সহ পেশ করা হয়েছে।


You might also like!