Technology

9 months ago

Kawasaki Eliminator:রয়্যাল এনফিল্ডের খেল খতম,টেক্কা দিতে হাজির Kawasaki Eliminator

Kawasaki Eliminator
Kawasaki Eliminator

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাওয়াসাকি (Kawasaki) ভারতীয় বাজারে তার পাওয়ার-ক্রুজার বাইক এলিমিনেটর (Eliminator) লঞ্চ করে নতুন বছর 2024-এর যাত্রা শুরু করেছে। দুর্দান্ত ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং কুল ফিচার সহ এই বাইকের এক্স-শোরুম দাম রাখা হয়েছে 5.62 লাখ টাকা। যারা Kawasaki কোম্পানির বাইক পছন্দ করেন কিংবা কেনার প্ল্যান করছেন, তাদের জন্য বছরের শুরুতেই এই বিরাট উপহার নিয়ে হাজির কোম্পানিটি। অবাক করা ব্যাপার হল কোম্পানির মতে, এই বাইকটি Royal Enfield Super Meteor 650-কে টেক্কা দিতে পারে।

Royal Enfield Super Meteor 650-এর এক্স-শোরুম মূল্য মাত্র 3.54 লক্ষ টাকা থেকে শুরু হয়। তাই যারা 500 cc পর্যন্ত একটি নতুন বাইক কেনার প্ল্যান করছেন তাদের জন্য কাওয়াসাকি এলিমিনেটর বেছে নিতেই পারেন। তবে কাওয়াসাকি এলিমিনেটরের ডেলিভারি কয়েকদিন পরে শুরু হবে।

Kawasaki Eliminator: স্পেসিফিকেশন ও ফিচার্স

ডিজাইনের প্রসঙ্গে বললে, সদ্য লঞ্চ হওয়া ক্রুজার মোটরসাইকেলটিতে রয়েছে ক্লাসিক স্টাইল। Vulcan 650 থেকে অনুপ্রাণিত এই নিও রেট্রো ডিজাইনের বাইকে গোলাকৃতি এলইডি হেড ল্যাম্প, ডিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক এবং মেগা ফোন এগজস্ট বর্তমান। রাইডিং আরামদায়ক করে তুলবে লম্বা ওয়ান-পিস হ্যান্ডেলবার এবং নিউট্রাল ফুটপেগ পজিশন। ফলে আপরাইট রাইডিং পোস্চার পাবে রাইডার।

Kawasaki Eliminator-এর নয়া ভার্সনে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে রয়েছে সার্কুলার এলসিডি ইন্সট্রুমেন্ট প্যানেল। যা ডিজিটাল স্পিডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল গজ, কুল্যান্ট টেম্পারেচার, মেইনটেনেন্স রিমাইন্ডার, পজিশন ইন্ডিকেটর, ক্লক, ওডোমিটার, টু ট্রিপ মিটার, রেঞ্জ এবং ব্লুটুথ কানেক্টিভিটি অফার করবে। সেফটি ফিচার্স হিসাবে এতে উপস্থিত ডুয়েল চ্যানেল এবিএস, স্মার্টফোন কানেক্টিভিটি, স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ ইত্যাদি।

হাই-পারফরম্যান্সের জন্য Kawasaki Eliminator-এ রয়েছে ৪৫১ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন, যা থেকে ৯,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪০ বিএইচপি এবং ৬,০০০ আরপিএম গতিতে ৪৬ এনএম টর্ক উৎপন্ন হবে। ৪১ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক রিয়ার সাসপেনশন আছে এতে। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সামনে ৩১০ মিমি সেমি-ফ্লোটিং ডিস্ক এবং পেছনে ২২০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

কাওয়াসাকি এলিমিনিটের আরবান ক্রুজার বাইকের মাটি থেকে বাইকটির সিটের উচ্চতা ৭৩৪ মিমি। সামনে ১৮ ইঞ্চি ও পেছনে ১৬ ইঞ্চি হুইলে ১৩০/৭০-১৮ ফ্রন্ট ও ১৫০/৮০-১৬ সেকশন রিয়ার টায়ার বর্তমান। ভারতের বাজারে মোটরসাইকেলটির মূল প্রতিদ্বন্দ্বী Royal Enfield Shotgun 450 ও Harley-Davidson X440।

You might also like!