Technology

10 months ago

ভারতে লঞ্চ হল Redmi 13C 5G, জেনে নিন দাম, ফিচার

Redmi 13C 5G
Redmi 13C 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের বাজারে পা রেখেছে Redmi 13C সিরিজ। এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন Redmi 13C এবং Redmi 13C 5G লঞ্চ করা হয়েছে। উভয় স্মার্টফোনের ফিচার প্রায় একই। তবে, একটি ফোন 4G এবং অন্যটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। ফোনটিতে 16GB RAM সহ একটি প্রসেসর এবং ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির প্রারম্ভিক দাম 7,999 টাকা। এছাড়াও রয়েছে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন। 

Redmi 13C 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের 4GB RAM মডেলের দাম 10,999 টাকা, 6GB RAM ভেরিয়েন্টের দাম 12,499 টাকা এবং 8GB RAM মডেলের দাম 14,499 টাকা রাখা হয়েছে। এই ফোনটি কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করলে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আগামী 16 ডিসেম্বর থেকে এই ফোনটি Startrail Silver, Startrail Green এবং Starlight black কালারে সেল করা হবে।

Redmi 13C 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে – Redmi 13C 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে TÜV flicker-free certification এবং low blue light certification রয়েছে।

প্রসেসর – এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 এমসি2 জিপিইউ দেওয়া হয়েছে।

ক্যামেরা – ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 1/2.76” মাপের এবং এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা 0.612μm পিক্সেল সাপোর্ট করে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

স্টোরেজ – ভারতে Redmi 13C 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের বেশ মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। একইভাবে দ্বিতীয় মডেলে 6GB RAM + 128GB মেমরি এবং টপ মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের RAM বাড়ানোর জন্য এতে virtual RAM ফিচার রয়েছে। এই ফোনে 1TB পর্যন্ত মাইক্রোএসদি কার্ড ব্যাবহার করা যায়।

ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। তবে জানিয়ে রাখি বক্সে ইউজাররা শুধুমাত্র 10 ওয়াট চার্জার পাবেন।

অন্যান্য – এই ফোনে Dual SIM ও 7 5জি ব্যান্ড সহ ব্লুটুথ 5.3, ওয়াইফাই 5 এবং 3.5mm অডিও জ্যাক রয়েছে। এছাড়াও এই ফোনে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি আইপি রেটিং যোগ করা হয়েছে।


You might also like!