Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Technology

2 years ago

OnePlus Ace 3 এর স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

OnePlus Ace 3
OnePlus Ace 3

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোম্পানি এই সিরিজে OnePlus Ace 2 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের সাক্সেসার হিসাবে OnePlus Ace 3 সিরিজ লঞ্চ করতে পারে। এই ফোনটি সম্পর্কে কোন তথ্যই এখনও পর্যন্ত অফিসিয়াল করা হয়নি, তবে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ ডিটেইলস লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।  

OnePlus Ace 3 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OnePlus Ace 3 ফোনটিতে 6.74 ইঞ্চির OLED কার্ভ এজ ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই স্ক্রিন 120hz রিফ্রেশরেট, 1.5k রেজলিউশন এবং পাঞ্চ হোল ডিসপ্লে সাপোর্ট করবে বলে জানা গেছে।

প্রসেসর: এই ফোনটি কোয়াকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে।

স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে। এই ফোনে 16GB ও 24GB LPDDR5x RAM এবং 512GB ও 1TB UFS 4.0 স্টোরেজ থাকতে পারে।

ব্যাটারি: এই ফোনে 5500 এমএএইচ ব্যাটারি এবং 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে।

ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল সোনী IMX890 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ওমনি ভিশন OV8D10 লেন্স এবং 2x অপটিক্যাল জুম সহ 32 মেগাপিক্সেল সোনী IMX709 টেলিফটো লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।

অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এবং এনএফসির মতো প্রয়োজনীয় ফিচার থাকবে বলে মনে করা হচ্ছে।

ওএস: এই ফোনটি আপকামিং অ্যান্ড্রয়েড 14 অপারেতিগ সিস্টেমে কাজ করতে পারে।


You might also like!