Technology

10 months ago

Windows 12 পাবেন AI ভিত্তিক একাধিক ফিচার

Windows 12
Windows 12

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  2021 সালের 11 অক্টোবর Windows 11 রিলিজ় করেছিল Microsoft। সে সময় বলা হয়েছিল, উইন্ডোজ় 11 দিয়ে নতুন যুগের সূচনা হতে চলেছে। এক লহমায় ব্যবহারকারীরা Windows 10 থেকে Windows 11-এ নিজেদের আপগ্রেড করে নিতে পারতেন। সংস্থাটি দাবি করেছিল, এটি এমনই অপারেটিং সিস্টেম, যা আপনি ভালবাসেন, সেটাকেই আপনার কাছে নিয়ে আসে। উইন্ডোজ় 10 থেকে উইন্ডোজ় 11 লঞ্চের মাঝের ফাঁকটা ছিল অনেক লম্বা। 2015 সালে উইন্ডোজ় 10 লঞ্চ করেছিল, তার প্রায় ছয় বছর পর 2021 সালে বাজারে আসে উইন্ডোজ় 11। সে সময় এই অপারেটিং সিস্টেমকে মাইক্রোসফটের ‘শেষ উইন্ডোজ় ভার্সন’ বলা হচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তী উইন্ডোজ় অপারেটিং সিস্টেমের জন্যও কি আমাদের ছয় বছর অপেক্ষা করতে হবে? না, তবে আমাদের এতটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। তার কারণ Windows 12 আসতে খুব একটা দেরি হবে না। একাধিক রিপোর্ট অনুযায়ী, 2024 সালেই লঞ্চ হতে পারে উইন্ডোজ় 12। অর্থাৎ উইন্ডোজ় 11-র পরবর্তী সংস্করণটি ব্যবহারকারীরা তিন বছরেরও কম সময়ে পেতে চলেছেন।

Windows 12 এর ভিত্তি হবে AI

Hudson Valley বা উইন্ডোজ ১২ এর বিটা সংস্করণ যারা পরীক্ষা করছে, তাদের মধ্যে একজন ফাঁস করেছে যে, নতুন অপারেটিং সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর জোর দেওয়া হয়েছে। আর এই বিটা ভার্সন অধিক সংখ্যক ডেভেলপারদের জন্য এপ্রিল ২০২৪ সালে লঞ্চ হবে।

রিপোর্টে জানানো হয়েছে যে, Hudson Valley এআই এর মাধ্যমে ইউজার এক্সপেরিয়েন্স বাড়ানোর চেষ্টা করবে। এরজন্য নতুন ইউরাল প্রসেসিং ইউনিট ব্যবহার করা হবে। আর কম্পিউটারেও শক্তিশালী হার্ডওয়্যারের প্রয়োজন পড়বে।

জানিয়ে রাখি, সম্প্রতি Windows 11 এর নতুন আপডেট এসেছে। আর এই আপডেটেও এআই এর উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি পেইন্ট সফটওয়্যারে ব্যাকগ্রাউন্ড সরানোর সুবিধা দেবে নতুন আপডেট।


You might also like!