Technology

9 months ago

Malware affected android devices: নতুন ম্যালওয়্যারে আক্রান্ত লক্ষাধিক ডিভাইস, জানুন এই ভাইরাসের গতিবিধি

Malware affected android devices
Malware affected android devices

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ'জামালিসিয়াস', নতুন একটি ম্যালওয়্যারের নাম। যার অস্তিত্ব সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত একটি সমীক্ষা চালাতে গিয়ে প্রকাশ্যে এসেছে। এই ম্যালওয়্যারটি সম্বন্ধে তথ্য প্রকাশ্যে এনেছে McAfee। জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় সাড়ে ৩ লক্ষ ডিভাইস এই ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়ে প্রায় অকেজো হয়ে পড়েছে। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হল, এই ম্যালওয়্যারটি ব্যাকডোর দিয়ে ঢোকে ডিভাইসে। যার ফলে, সহজে তার অস্তিত্ব বোঝা কার্যত অসম্ভব।

McAfee'র টেলিমেট্রিক ডেটার মাধ্যমে জানা গিয়েছে, এই ম্যালওয়্যারের দ্বারা আক্রান্ত সিংহভাগ ডিভাইসগুলি হল আমেরিকা, জার্মানি, স্পেন, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মেক্সিকো এবং আর্জেন্টিনার।

ডিভাইসে থাকা যে অ্যান্ড্রয়েড অ্যাপগুলি এই ম্যালওয়্যারের দ্বারা আক্রান্ত হচ্ছে, তাদের মধ্যে থ্রিডি স্কিন এডিটর ফর পিই মাইনক্রাফট, লোগোমেকার প্রো, অটোক্লিক রিপিটার, কাউন্ট ইজি ক্যালোরি ক্যালকুলেটর ইত্যাদির মতো জনপ্রিয় এবং অতি ব্যবহৃত অ্যাপগুলিও রয়েছে।

You might also like!