Technology

6 months ago

Vivo T3 Lite 5G :দামে কম মানে ভালো! 27 জুন ভারতে আসতে চলেছে এই নতুন Vivo 5G Phone

Vivo T3 Lite 5G
Vivo T3 Lite 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Vivo -র টি সিরিজের 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে আগেই। তবে এবার ভিভোর যে স্মার্টফোন বাজারে লঞ্চ হতে চলেছে সেটি টি সিরিজের নতুন স্মার্টফোন। ইতিমধ্যেই Vivo -র নতুন 5G স্মার্টফোন কবে লঞ্চ হবে তা জানানো হয়েছে। ভারতে Vivo T3 Lite নামে লঞ্চ হবে Vivo -র নতুন 5G স্মার্টফোন। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের পাওয়া যাবে এই ফোন।

ইতিমধ্যেই Flipkart -এর মাইক্রো সাইটে তালিকাভুক্ত করা হয়েছে Vivo T3 lite স্মার্টফোনটি। সেখানেই আসন্ন স্মার্টফোনের বিশদ বিবরণ দেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে যে, Vivo T3 lite স্মার্টফোনটিতে ডুয়াল Sony AI ক্যামেরা সেটআপ দেওয়া হবে। Vivo T3 Lite স্মার্টফোনটিতে 6.3 ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকছে। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হবে।

Vivo T3 Lite 5G এর ভারতীয় লঞ্চ ডিটেইলস

কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 27 জুন ভারতে তাদের নতুন Vivo T3 Lite 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12 টায় Vivo T3 Lite 5G স্মার্টফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে। এই স্মার্টফোনটি অনলাইন শপিং সাইট সহ অফলাইন রিটেল স্টোরে সেল করা হবে।

ভারতে Vivo T3 Lite 5G এর সম্ভাব্য দাম

Vivo T3 Lite 5G স্মার্টফোনটি কম দামে লঞ্চ করা হবে। এই Vivo T3 Lite 5G ফোনটি প্রায় 12 হাজার টাকা দামে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এই ফোনের টপ মডেলের দাম 15 হাজার টাকা পর্যন্ত রাখা হতে পারে। এই ফোনের সঠিক দাম জানার জন্য বর্তমানে লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

Vivo T3 Lite 5G এর স্পেসিফিকেশন

আপকামিং ভিভো Vivo T3 Lite 5G স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে Sony সেন্সর সহ 50MP ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনের কনফর্ম স্পেসিফিকেশন এবং অন্যান্য ডিটেইলস জানার জন্য আগামী 27 জুন ফোন লঞ্চের অপেক্ষা করতে হবে।


You might also like!