Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

Technology

2 years ago

Xiaomi MIX Fold 3 জেনে নিন ফিচার এবং দাম

Xiaomi MIX Fold 3
Xiaomi MIX Fold 3

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Xiaomi Mix Fold 3 গত মাসে লঞ্চ হওয়া Honor Magic V2-এর রেকর্ড ভেঙে বর্তমানে বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল হ্যান্ডসেটের শিরোপা লাভ করেছে। এটি কোম্পানির সাম্প্রতিক ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির মতো একটি লাইকা (Leica)-টিউনড ক্যামেরা সিস্টেমও অফার করে। এছাড়াও, নতুন ফোল্ডেবল ট্যাবটিতে একটি নতুন হিঞ্জ বা কব্জা এবং একটি পরিমার্জিত ডিজাইন রয়েছে। আসুন Xiaomi Mix Fold 3-এর সকল স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Xiaomi MIX Fold 3 এর দাম

ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CMB 8,999 অর্থাৎ প্রায় 1,03,000 টাকা রাখা হয়েছে।

এই ফোনের 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CMB 9,999 অর্থাৎ প্রায় 1,14,500 টাকা।

ফোনটির টপ মডেল 16GB RAM + 1TB স্টোরেজ সহ CMB 10,999 প্রায় 1,26,700 টাকা দামে পেশ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে ফোনটি Moon Shadow Black এবং Xingyao Gold কালারে পেশ করা হয়েছে। এছাড়া কোম্পানি এই ফোনের ড্রাগন স্কেল ফাইবার রেয়ার প্যানেল মডেলও পেশ করা হয়েছে।

Xiaomi MIX Fold 3 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: মিক্স ফোল্ড 3 ফোনটিতে 2K রেজলিউশন সাপোর্টেড 8.03-ইঞ্চির ফোল্ডেবল E6 AMOLED LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশরেট এবং FHD+ রেজলিউশনযুক্ত 6.56-ইঞ্চির AMOLED সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। ফোনের স্ক্রিনে আলট্রা থিন ফ্লেক্সিবল গ্লাস ব্যাবহার করা হয়েছে। এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। এছাড়াও এই ফোনের ইনার ডিসপ্লেতে UTG প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনটি অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেটে কাজ করে। এই চিপসেটটি 4nm ফেব্রিকেশনে তৈরি।

ক্যামেরা: Xiaomi MIX Fold 3 ফোনটিতে ফটোগ্রাফির জন্য কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে Leica টিউন ক্যামেরা রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ এবং OIS সাপোর্টেড 50MP Sony IMX800 প্রাইমারি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 3.2X অপটিক্যাল জুম সাপোর্টেড 10MP টেলিফটো লেন্স এবং 5x অপটিক্যাল জুম সাপোর্টেড 10MP পেরিস্কোপ লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

ব্যাটারি: মিক্সফোল্ড 3 তে তিনটি ডেডিকেটেড পাওয়ার সার্স চিপসেট সহ 4800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 67W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ডায়মেনশন: কোম্পানি জানিয়েছে এই ফোনটির ভাঁজ খুললে এটি মাত্র 4.93 এমএম পাতলা এবং ভাঁজ করলে 10.86 এমএম পাতলা।

OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 কাস্টম স্কিনে কাজ করে।

You might also like!