Technology

6 months ago

Jio Plans: 49 টাকার বিনিময়ে জিও আনল ফাটাফাটি প্ল্যান! চাপে এয়ারটেল

Jio Plan (File Picture)
Jio Plan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইপিএল। ম্যাচ যাতে নির্বিঘ্নে দেখতে পারেন তার জন্য নতুন রিচার্জ প্ল্যান আনল রিলায়েন্স। এয়ারটেলকে টক্কর দিতে 49 টাকার প্ল্যান লঞ্চ করেছে জিও। একই দামে প্ল্যান রয়েছে এয়ারটেলেরও। ইতিমধ্যে দেশজুড়ে চালু হয়ে গিয়েছে এই রিচার্জ প্ল্যান। ক্রিকেট অফারের অধীনে এটি কিনতে পারবেন।

আইপিএল এলেই ক্রিকেট অফার ঘোষণা করে জিও। তার অধীনে থাকে নতুন রিচার্জ প্ল্যান। 49 টাকার জে রিচার্জ প্ল্যান আনা হয়েছে তা একটি ডেটা ভাউচার। আনলিমিটেড ডেটা লেখা থাকলেও একটি নির্দিষ্ট লিমিট পর্যন্ত ডেটা পাওয়া যায়। যা শেষ হয়ে গেলে ইন্টারনেট ব্যবহার করা যায়, তবে স্পিড কমে আসে 64Kbps এ।

49 টাকার এই রিচার্জে 25 জিবি ডেটা দেওয়া হবে। যেহেতু এটি একটি ডেটা ভাউচার বা অ্যাড-অন ডেটা প্ল্যান তাই তার সুবিধা নেওয়ার জন্য একটি বেসিক প্রিপেইড প্ল্যান থাকা দরকার। 49 টাকার ডেটা ভাউচারের ভ্যালিডিটি রয়েছে 1 দিন। জিও এবং এয়ারটেলের 49 টাকার রিচার্জ প্ল্যানে কী তফাৎ রয়েছে জানুন।

জিও বনাম এয়ারটেল : 49 টাকার রিচার্জ

এয়ারটেলও একই দামে অনেকদিন আগেই একটি ডেটা ভাউচার লঞ্চ করেছে। তবে এয়ারটেল 20 জিবি ডেটা দিয়ে থাকে। যেখানে জিও দিচ্ছে 25 জিবি ডেটা। অর্থাৎ 5 জিবি ডেটার তফাৎ রয়েছে। যাদের ডেটা তুলনামূলক বেশি দরকার তারা জিও’র প্ল্যানে লাভবান হবেন।

49 টাকা ছাড়া জিও’র আরও অনেক ডেটা ভাউচার রয়েছে

দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলেও ইন্টারনেটের চাহিদা ফুরোয় না। তখন কাজে আসে এই সমস্ত ডেটা ভাউচার বা অ্যাড-অন ডেটা প্ল্যান। 49 টাকা ছাড়াও, 15 টাকা, 19 টাকা 25 টাকা, 29 টাকা, 61 টাকা, 121 টাকা, 181 টাকা, 241 টাকা ইত্যাদি।

জিও ক্রিকেট অফারের প্ল্যানগুলি দেখে নিন -

222 টাকা - 50 জিবি (বেস প্ল্যান ভ্যালিডিটি)

29 টাকা - 2.5 জিবি (বেস প্ল্যান ভ্যালিডিটি)

61 টাকা - 6 জিবি (বেস প্ল্যান ভ্যালিডিটি)

49 টাকা - 1 জিবি (1 দিন ভ্যালিডিটি)

148 টাকা - 10 জিবি (28 দিন সঙ্গে সোনি লিভ, জিফাইভ, জিওটিভি)

15 টাকা - 1 জিবি (বেস প্ল্যান ভ্যালিডিটি)

444 টাকা - 100 জিবি (60 দিন ভ্যালিডিটি)

You might also like!