Technology

9 months ago

itel : itel P55+এই সস্তা স্মার্টফোন, জেনে নিন দাম

itel P55+
itel P55+

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত মাসে itel P55+ স্মার্টফোনকে গুগল প্লে কনসোলে দেখা যায়। আজ এই ডিভাইসটি আফ্রিকায় লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে প্রায় ১১,০০০ টাকা। ফিচারের কথা বললে, itel P55+ মডেলে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ইউনিসক প্রসেসর, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আসুন এর মূল্য ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

itel P55+ এর দাম

আফ্রিকায় এই ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের তিনটি মডেলে 4GB RAM + 128GB Storage, 8GB RAM + 128GB Storage এবং 8GB RAM + 256GB Storage রয়েছে। এই ফোনের দাম শুরু $140 থেকে অর্থাৎ ভারতীয় টাকার দরে প্রায় 11,699 টাকা থেকে। আফ্রিকায় এই ফোনটি Royal Green, Galaxy Blue এবং Meteor Purple কালারে পেশ করা হয়েছে।

itel P55+ এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: itel P55+ ফোনে 6.6 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই পাঞ্চ হোল ডিসপ্লে এইচডি+ রেজোলিউশন এবং 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে।

প্রসেসর: itel P55+ ফোনটি অ্যান্ড্রয়েড 13 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি606 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনের দুটি মডেলে 8GB expandable RAM এবং 4GB expandable RAM ফিচার রয়েছে। ফলে ফোনটির 4GB physical RAM বাড়িয়ে 8GB এবং 8GB physical RAM বাড়িয়ে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া সেলফির জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel P55 Plus ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।


You might also like!