Technology

9 months ago

Made In India Game: BGMI/Free Fire-কে টেক্কা দিতে আসছে ভারতীয় Indus Battle Royale গেম

Indus Battle Royale game
Indus Battle Royale game

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের ব্যাটল রয়্যাল গেমিংয়ের চালচিত্র বিগত কিছু মাসে মোটেই ভাল নয়।চিনা PUBG Mobile গেমটিকে 2020 সালে ব্যান করা হয়েছিল। তারপর ভারতে আসে Battlegrounds Mobile India। সেই গেমের বিরুদ্ধেও অভিযোগ ওঠে গোপনে ভারতীয়দের তথ্য বিদেশে পাঠানোর। তারপর থেকে দেশের ব্যাটল রয়্যাল প্রেমীরা BGMI লঞ্চের অধীর অপেক্ষায় দিন গুনছেন। কিন্তু আদৌ কি গেমটি রিলঞ্চের কোনও সম্ভাবনা রয়েছে? তার মধ্যেই ভারতে লঞ্চ হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষিত দেশি ‘ইন্দো-ফিউচারিস্টিক’ (Indo Futuristic) ব্যাটল রয়্যাল গেমের ট্রেলার, যার নাম ‘ইন্দাস’ (Indus)। এটিই প্রথম কোনও ভারতীয় ব্যাটল রয়্যাল ভিডিয়ো গেম। Indus-এর ট্রেলার থেকে গেম সম্পর্কে একাধিক তথ্য মিলেছে। প্রসঙ্গত, ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে এই ‘ইন্দাস’ (Indus) দেশি ব্যাটল রয়্যাল বা PUBG বিকল্প।

যেমনটা শুরুতেই বলেছি, এই মুহূর্তে আসন্ন ইন্দাস নামের ব্যাটেল গেমটি কেবলমাত্র সীমিত সংখ্যক মানুষদের জন্য উপলব্ধ হয়েছে। গেম ডেভেলপার স্টুডিও, আগ্রহী প্লেয়ারদের তার ‘টেক ফেস্ট ০১’ (Tech Fest 01) প্রোগ্রামের অংশ হতে উৎসাহিত করেছে, যাতে তারা গেম খেলার দরুন তাদের অভিজ্ঞতার কথা বা প্রতিক্রিয়া জানাতে পারে। এছাড়াও, বিটা প্লেয়ারদের গেমটিতে উপস্থিত বাগ সম্পর্কে আপডেট দিতেও বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে গেমটি শুধুমাত্র ইন্দাস ডেভেলপার, নির্বাচিত প্লেয়ার এবং কমিউনিটি মেম্বাররা ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ক্লোজ বিটা প্রোগ্রামে যুক্ত হয়ে ইন্দাস গেম ডাউনলোড করতে চান, তবে আপনাকে ডেভেলপার প্রদত্ত একটি গুগল ফর্ম (Google form) ফিল-আপ করতে হবে এবং আপনার অ্যাপল আইডি (Apple ID) বা গুগল প্লে আইডি (Google Play ID)-এর সাথে লিঙ্কড্ ইমেইল আইডিটি শেয়ার করতে হবে৷

এছাড়া ওই ফর্মটিতে নাম, ডিসকর্ড আইডি, মোবাইল অপারেটিং সিস্টেম (অ্যান্ড্রয়েড নাকি আইওএস), ফোন প্রস্তুতকারক ব্র্যান্ডের নাম, ফোন মডেল, র‌্যাম এবং মোবাইল নম্বরের মতো তথ্যও দিতে হবে। আর এসবের পর, গেমটি ডাউনলোড করতে আপনাকে সুপারগেমিং কোম্পানির ডিসকর্ড চ্যানেলে যোগ দিতে হবে, যাতে আপনি তাদের ডেভেলপারের সাথে গেম সম্পর্কিত মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।

Indus ট্রেলার

ট্রেলারটা শুরু হচ্ছে ভারতীয় ক্লাসিকাল মিউজিকের মিক্সিং দিয়ে। তার সঙ্গে হিপহপ এবং ডাবস্টেপের মতো বিট মিশিয়ে দেওয়া হয়েছে। ট্রেলার দেখলেই বুঝবেন, আদ্যোপান্ত ভারতীয় একটা গেমপ্লে- যা প্রথমবার কোনও ব্যাটল রয়্যাল গেমে অভিজ্ঞতা নিতে পারবেন প্লেয়াররা। ট্রেলারটিতে Indus গেমের মূলচরিত্রগুলি অর্থাৎ আদম, আদ্য, স্যর-তাজ এবং বিগ-তাজের সঙ্গেও পরিচিত হবেন গেমাররা। ইন্দাস গেমের গ্রাফিক্সে সম্পূর্ণভাবে ভারতীয় ছোঁয়া রয়েছে। একাধিক রঙের মিশ্রণ, একাধিক বিল্ডিং এবং ভারতীয় উপাদানে গেমটিকে মুড়ে ফেলা হয়েছে।

ফোন ছাড়া কনসোল ও পিসিতেও খেলা যাবে Indus Battle Royal গেম

ইন্দাস এমন একটি ব্যাটেল রয়্যাল গেম, যেখানে ভারতীয় সংস্কৃতির ভিত্তিতে চরিত্র এবং গেমের পটভূমি নির্মাণ করা হয়েছে। এই ব্যাটেল রয়্যাল গেমটিতে প্লেয়ারদের কসমিয়াম (Cosmium) অর্জন করাই মূল লক্ষ্য হবে। এক্ষেত্রে মোবাইল প্ল্যাটফর্ম দিয়ে গেমটির যাত্রা শুরুর পরে, ডেভেলপাররা এটিকে পিসি এবং কনসোলেও লঞ্চ করার পরিকল্পনা করছেন।


You might also like!