Technology

9 months ago

Gmail Tips : ভর্তি স্টোরেজ? ডিলিট নয়, করুন আনসাবস্ক্রাইব, আসবে না অবাঞ্ছিত মেইল

Filled storage? Do not delete, unsubscribe, do not receive unwanted mail
Filled storage? Do not delete, unsubscribe, do not receive unwanted mail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতিদিন অসংখ্য মেইল এসে জমে ইনবক্সে। যার মধ্যে অধিকাংশ অপ্রয়োজনীয়। এর ফলে বাড়তে থাকে স্টোরেজ। যা খালি করার জন্য অনেকে সেই মেইলগুলো ডিলিট করে দেন। কিন্তু তবুও মেইল আসার পরিক্রমা থামে না। এক্ষেত্রে ওই ওয়েবসাইটে জিমেইল অ্যাড্রেস আন-সাবস্ক্রাইব করলেই মেইল পাওয়া বন্ধ হয়ে যাবে। কী ভাবে করবেন জেনে নিন গোটা পদ্ধতি।


প্রথম উপায়

যে ইমেইল আনসাবস্ক্রাইব করতে চান সেটি ওপেন করুন।

এবার মেইলের একদম নিচে স্ক্রল করুন, এখানে একটি ‘Unsubscribe’ অপশন থাকবে।

সেখানে ক্লিক করতে হবে। তারপর একটি ওয়েব পেজে রি-ডাইরেক্ট হতে পারেন, যেখানে কনফার্ম। অপশনে ট্যাপ করতে হবে।


দ্বিতীয় উপায় -

দ্বিতীয় উপায়ে জিমেইল আনসাবস্ক্রাইব ফিচার ব্যবহার করতে পারেন।

এর জন্য জিমেইল ওপেন করুন।

এবার সার্চ বক্সে গিয়ে টাইপ করুন ‘Unsubscribe’।

এবার সমস্ত স্প্যাম এবং প্রমোশনাল চলে আসবে স্ক্রিনে।

তারপর উপরে থ্রি লাইন ডটে ক্লিক করে ‘Delete All; অপশনে ট্যাপ করতে পারেন।

You might also like!