Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Technology

2 years ago

NOKIA 105 Classic: ফিচার ফোনেই এবার UPI এর সুবিধা! মাত্র ৯৯৯ টাকায় নতুন মডেল লঞ্চ Nokia-র

NOKIA 105 Classic
NOKIA 105 Classic

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএকটি ব্র্যান্ড নিউ ফিচার ফোন লঞ্চ করল বিখ্যাত মোবাইল প্রস্তুতকারী সংস্থা নোকিয়া (NOKIA)। ফোনটির নাম দেওয়া হয়েছে NOKIA 105 Classic। ৯৯৯টাকার বিনিময়ে ফোনটি কিনতে পারবেন ক্রেতারা। ফিচার ফোন হলেও UPI পেমেন্টের সুবিধা দেওয়া হয়েছে ফোনটিতে।

মোট চারটি ভ্যারিয়েন্টে ফোনটি বাজারে এসেছে। তার মধ্যে রয়েছে সিঙ্গল সিম, ডুয়েল সিম এবং চার্জার ছাড়া একটি ভ্যারিয়েন্ট। নীল এবং চারকোল কালারের দুটি রঙে পাওয়া যাবে । এর সঙ্গে গ্রাহকরা পাবেন পুরোপুরি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

ফোনটিতে রয়েছে ৮০০ mAh ব্যাটারি এবং ওয়ারলেস FM-এর সুবিধা। এছাড়াও অন্য ফিচার ফোনের মতো গেমিং, ক্যালকুলেটর সহ একাধিক সুবিধা রয়েছে।

ইতিমধ্যে এই 2G ফোনটি বিক্রি শুরু হয়ে গিয়েছে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও কিনতে পারবেন ক্রেতারা।

You might also like!