Technology

9 months ago

POCO New Phone : বছর শুরুতেই ধামাকা,ভারতে লঞ্চ হবে 11 জানুয়ারি POCO X6 ,200MP ক্যামেরা কি থাকবে?

POCO X6
POCO X6

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলা হচ্ছিল Poco X6 লাইনআপটি ভারত সহ গ্লোবাল মার্কেটে খুব শীঘ্রই পা রাখবে। আর এখন সকল জল্পনার অবসান করে কোম্পানির তরফে এদেশে লঞ্চের তারিখটি নিশ্চিত করা হয়েছে। আগামী সপ্তাহেই Poco X6 সিরিজের ওপর থেকে পর্দা সরানো হবে।

ফ্লিপকার্ট (Flipkart)-এর সাইটে লাইভ হওয়া একটি অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে যে, আগামী ১১ জানুয়ারি ভারতে পোকো এক্স৬ সিরিজ লঞ্চ হবে। এটি উল্লেখিত ই-কমার্স প্ল্যাটফর্মে নয়া স্মার্টফোনগুলির উপস্থিতিও নিশ্চিত করে। যদিও এছাড়া পোস্টারে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে, ইতিমধ্যেই একাধিক অনলাইন রিপোর্ট পোকো এক্স৬ সিরিজের একাধিক তথ্য ফাঁস হয়েছে। আসন্ন লঞ্চের আগে আসুন এগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

POCO X6 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই সিরিজের দুটি ফোনেই 6.67-ইঞ্চির OLED স্ক্রিন দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন, 12-বিট কালার, 120Hz রিফ্রেশরেট এবং 1,800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।

প্রসেসর: POCO X6 Pro ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8300 আলট্রা চিপসেট যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সিরিজের ভ্যানিলা মডেলে স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসর থাকতে পারে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য উভয় ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।

ক্যামেরা: POCO X6 Pro ফোনে OIS সাপোর্টেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এতে 200MP প্রাইমারি সেন্সর, 8MP সেকেন্ডারি এবং 2MP থার্ড সেন্সর দেওয়া হতে পারে। অন্যদিকে POCO X6 ফোনে OIS ফিচারযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এতে 64MP প্রাইমারি, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স থাকতে পারে। এই দুটি ফোনেই সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

ব্যাটারি: POCO X6 Pro ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আবার POCO X6 ফোনে 67W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,100mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

ওএস: POCO X6 এবং POCO X6 Pro ফোনদুটি অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএসে কাজ করতে পারে।


You might also like!