Technology

9 months ago

New Electric Bike: অত্যাধুনিক দু'টি দুর্ধর্ষ ইলেকট্রিক বাইক প্রকাশ্যে আনল Creatara ,100Kmph স্পিড, রেঞ্জ 100 কিলোমিটার

Creatara
Creatara

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের বাজারে হু হু করে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি। বাড়তি চাহিদার উপর লক্ষ্য রেখে একের পর এক নতুন ও অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে প্রস্তুতকারী সংস্থাগুলি। একইসঙ্গে করা হচ্ছে আসন্ন নতুন বৈদ্যুতিক বাইকের লঞ্চ হওয়ার ঘোষণাও। এবার সেই তালিকায় যুক্ত হল Creatara-র নাম। দেশের বাজারে নতুন বৈদ্যুতিক ব্যাটারি চালিত বাইক আনতে চলেছে সংস্থাটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ইলেকট্রিক ভেহিকেল প্রস্তুতকারী স্টার্ট-আপ সংস্থা Creatara-র পক্ষ থেকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে কোম্পানিটির আসন্ন বৈদ্যুতিক বাইকের কনসেপ্ট VS4 এবং VM4 প্রকাশ করা হয়েছে। আইআইটি দিল্লির রিসার্চ অ্যান্ড ইনোভেশন পার্কে এই অত্যাধুনিক বাইকগুলির কনসেপ্ট প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে।

গত দুই বছরে দেশের ইলেকট্রিক ভেহিকল মার্কেটের উত্থান হয়েছে ঝড়ের গতিতে। বার্ষিক বৃদ্ধির হার এর মধ্যেই 20 শতাংশ ছাপিয়ে গিয়েছে। ইকোনমিক সার্ভে 2023 থেকে জানা গিয়েছে, 2030 সালের মধ্যে ভারতের বৈদ্যুতিক দু-চাকা গাড়ির বাজারের বার্ষিক বিক্রিবাট্টা 1 কোটি ছাপিয়ে যাবে।

2030 সালের মধ্যে ভারতের সামগ্রিক যানবাহন বহরের 30% বিদ্যুতায়ন করার লক্ষ্যে ক্রিয়েটারা এই বাজারে প্রবেশ করার লক্ষ্য রেখেছে। ক্রমবর্ধমান জ্বালানি মূল্য, পরিবেশগত উদ্বেগ এবং (হাইব্রিড ও) সরকারের দ্বারা বৈদ্যুতিক যানবাহন (FAME) স্কিমের মত বিষয়গুলিও সংস্থাটিকে নতুন মডেল তৈরি করতে যথেষ্ট উৎসাহিত করেছে।

সুরক্ষার দিক থেকে Creatara ইলেকট্রিক বাইকে রয়েছে সেফ-স্টার্ট টেকনোলজি। চালক বাইকে একবার টাচ করলেই নিজে থেকে স্টার্ট হতে থাকবে মডেল দুটি। বাইকটিকে চালানোর জন্য অযাচিত অ্যাক্সিলারেশনেরও দরকার হবে না। প্যাসিভ ব্যাটারি প্যাক কুলিং রয়েছে এতে, যা ওভারহিটিংয়ের ঝুঁকি এড়াতে পারবে।

এই ইলেকট্রিক বাইক দুটির সবথেকে আকর্ষণীয় বিষয় হল তাদের লুক। মডিউলার ভেহিকল প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে তৈরি করা হচ্ছে বাইকটি। এর সেন্সর এবং জিপিএস ট্র্যাকিং ফিচার চালকের সুরক্ষা জোরদার করে, চালানোর অভিজ্ঞতাও মজবুত করে। হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, লঙ্গার সাসপেনশন ট্রাফেল, পার্পাজ়-বিল্ট প্যানেল ইত্যাদি রয়েছে, যা হিল-ফ্রেন্ডলি নেভিগেশন দিতে পারে।

পারফরম্যান্সের দিক থেকে এই ইলেকট্রিক বাইক মাত্র 3.7 সেকেন্ডের মধ্যেই 0 থেকে 40kmph-এ অ্যাক্সিলারেট করতে পারে। দুটি বাইকেরই সর্বাধিক স্পিড 100Kmph। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, মডেল দুটি মাত্র 4থেকে 5 ঘণ্টার মধ্যেই 100 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।


You might also like!