Technology

7 months ago

দেখে নিন সবচেয়ে সস্তা foldable phone এর ডিটেইলস, কম দামে দারুণ ডিল

TECNO Phantom V Fold 5G
TECNO Phantom V Fold 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টেকনো (Tecno) তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন (Foldable Smartphone) ফ্যান্টম ভি ফোল্ড (Phantom V Fold) লঞ্চ করেছে। স্মার্টফোনের বাজারে ফোল্ডেবল ফোনের তালিকা ধীরে-ধারে বাড়ছে। আর সেই তালিকায় নাম লিখিয়েছে টেকনোও। কোম্পানি এটি MWC 2023-এ চালু করেছে। শুধু তাই নয়, এই Phantom V Fold ফোনটি সাশ্রয়ী মূল্যে বাজারে আনা হয়েছে। ফোনটিতে 12GB RAM এবং 512GB স্টোরেজ দেওয়া হয়েছে। এটি কালো এবং সাদা রঙের বিকল্পে চালু করা হয়েছে। এই নতুন ফোল্ডেবল স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড (Tecno Phantom V Fold)-এর দাম:

Tecno Phantom V Fold ফোল্ডেবল স্মার্টফোনের 12 GB RAM এবং 256 GB স্টোরেজ মডেলের দাম 89,999 টাকা। আর 12 GB RAM এবং 512 GB মডেলের দাম রাখা হয়েছে 99,999 টাকা। তবে এই ফোনে লঞ্চ অফারও দেওয়া হচ্ছে। সেই অফারের অধীনে ফোনটি 79,999 টাকায় কেনা যাবে। এটি কালো এবং সাদা রঙে কিনতে পারবেন।

TECNO Phantom V Fold 5G এর স্পেসিফিকেশন

ডুয়েল ডিসপ্লে: এই টেকনো ফোনে দুটি ডিসপ্লে রয়েছে। ফোনটির মেইন স্ক্রিনটি 7.65 ইঞ্চির। LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনটি 2296 x 2000 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড একটি 2K+ স্ক্রিন। এছাড়া এই ফোনে 1080 x 2550 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.42 ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে আছে। TECNO PHANTOM V Fold 5G এর উভয় ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: TECNO PHANTOM V Fold 5G ফোনটি 3.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9000+ চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী জি710 জিপিইউ রয়েছে।

RAM ও স্টোরেজ: এতে 12GB LPDDR5X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফোনটির ভেতরের এবং বাইরের উভয় ডিসপ্লেতে সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটি ভাঁজ করার পর জে ডিসপ্লে বাইরে থাকে তাতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি খোলার পর ভেতরের স্ক্রিনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের পোর্ট্রেট টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45 ওয়াট ফাস্ট চার্জিঙ্গ সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ওএস: Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফোনটি হাই ওএস ফোল্ড ভার্সনে কাজ করে।


You might also like!