Technology

5 months ago

BSNL: বিএসএনএল-এর কাছে সুবর্ণ সুযোগ, পোর্ট করা গ্রাহকের সংখ্যা ক্রমাগত বাড়ছেই

BSNL
BSNL

 

কলকাতা, ১৫ জুলাই : বিভিন্ন বেসরকারি মোবাইল পরিষেবা সংস্থাগুলি এক ধাক্কায় মাশুল অনেকটাই বাড়িয়ে দেওয়ায় রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর সামনে ব্যবসা বৃদ্ধির নতুন সম্ভাবনার দরজা খুলে গিয়েছে। বিএসএনএল-এর কাছে এখন সুবর্ণ সুযোগ বলাই যেতে পারে। একই সঙ্গে ফোর জি পরিষেবা চালু হওয়া এবং মাশুল হার অপরিবর্তিত থাকার কারণে বহু গ্রাহক বিএসএনএল-এর দিকে ঝুঁকছেন।

শুধুমাত্র পয়লা জুলাই থেকে এ পর্যন্ত গোটা রাজ্যে ৫২ হাজারের বেশি গ্রাহক নতুন বিএসএনএল কানেকশন নিয়েছেন। অন্য সংস্থার থেকে পোর্ট করে বিএসএনএলএ আসা গ্রাহকের সংখ্যা ১৪,৫০৬। এই সময় শুধুমাত্র কলকাতা সার্কেলে ১৬ হাজার ৫০০ জন বিএসএনএল মোবাইল সংযোগ নিয়েছেন। যার মধ্যে ৫৮০০ মানুষ এসেছেন অন্যান্য সংস্থার সংযোগ ছেড়ে। গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য পরিকাঠামো ঢেলে সাজাচ্ছে বিএসএনএল।


You might also like!