Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Offbeat and viral

2 years ago

Government Bus Service in Maharashtra: এক হাতে স্টিয়ারিং ও অন্য হাতে ছাতা! বৃষ্টির মধ্যে সরকারি বাসের এই দৃশ্য দেখে তাজ্জ্যব সকলে

Government Bus Service in Maharashtra (File Picture)
Government Bus Service in Maharashtra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সরকারি বাসের পরিষেবা যে কোন পর্যায়ে নেমে গেছে তা বোঝার জন্য এই ভিডিওটা যথেষ্ট। মহারাষ্ট্রের একটি সরকারি বাসের এই দৃশ্য ভাইরাল হওয়ার পরেও সাধারণ মানুষের পক্ষ থেকে ততটা বিস্ময় প্রকাশ করা হয় নি। কারণ এটাই নাকি বেশির ভাগ সরকারি বাসের বাস্তব রূপ। 

প্রবল বৃষ্টির মধ্যে ছুটে চলেছে যাত্রীবাহী বাস। কিন্তু মাথায় ছাতা ধরে বাস চালাতে হচ্ছে চালককে! এক হাতে ছাতা ধরেই কোনওমতে স্টিয়ারিং সামলাচ্ছেন তিনি। এই অবস্থায় যাত্রীদের নিরাপত্তা কোথায়? কেন সরকারি বাসে ড্রাইভারের মাথায় জল পড়বে? উত্তর নেই! 

তবে ঘটনাটি সামনে এসেছে পারস্পরিক রাজনৈতিক রেষারেষি থেকে। কারণ মুম্বই কংগ্রেসের পক্ষ থেকে এই দৃশ্যটি টুইট করা হয়েছে। দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টির মধ্যেই উর্দি পরে বাস চালাচ্ছেন এক চালক। বাঁ হাতে ছাতা ধরে রয়েছেন তিনি। হাওয়ার তোড়ে বারবার ছাতা উড়ে যাচ্ছে। কোনওমতে ছাতা ধরে রেখেই বাস চালিয়ে যাচ্ছেন তিনি। এক হাতেই ঘোরাচ্ছেন স্টিয়ারিং। যাত্রীদের নিরাপত্তা শিকেয় উঠেছে। 

ম্বই কংগ্রেস X প্লাটফর্ম থেকে এটি পোস্ট করেছে। সঙ্গে ক্যাপশন - "গাদচিরোলির আহেরি এলাকার ভিডিও। বাসের ছাদ চুঁইয়ে জল পড়ছে আর মাথায় ছাতা ধরে বাস চালাচ্ছেন চালক। মহারাষ্ট্রের সরকারি বাস পরিবহণ ব্যবস্থার এটাই হাল। যাঁরা এই বাসে যাতায়াত করেন, তাঁদের সুরক্ষা এখন সর্বশক্তিমানের হাতেই!” রাজনৈতিক কারণে পোস্ট হলেও সবার সামনে এটা আসা দরকার ছিল। যে দেশের চন্দ্রযান চাঁদে যায়,সেই দেশেই সরকারি বাসের চালকের মাথায় জল পড়ে - এমন দ্বৈত দৃশ্য সত্যিই অবাক করে নাগরিক মহলকে। পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে প্রতিদিন গড়ে ৬০ লক্ষ মানুষ মহারাষ্ট্রের সরকারি বসে যাতায়াত করেন।

You might also like!