Livelihood message

1 year ago

West Bengal NMMS 2023: প্রকাশিত West Bengal NMMS 2023 আনসার কি? কিভাবে দেখবেন জানুন? কারা পাবে স্কলারশিপ?

West Bengal NMMS 2023 (File Picture)
West Bengal NMMS 2023 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল ন্য়াশানাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সাম ( West Bengal National Means Cum Merit Scholarship Exam (NMMS) 2023 অ্যানসার কি। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ব্যাপারটি জেনে নিতে পারেন স্কলারশিপ পরীক্ষায় বসা ক্যান্ডিডেটরা। wbsed.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্য়ানসার কি সম্পর্কে জানতে পারবেন।

অফিসিয়াল নোটিশে উল্লেখ করা হয়েছে, ন্যাশানাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন ২০২৩ এর সম্ভাব্য অ্য়ানসার কি বা উত্তর সূত্র পোর্টালে আপলোড করা হয়েছে। ইমেল ছাড়া কোনও ফিডব্যাক গ্রহণ করা হবে না। সমস্ত ফিডব্যাক উপযুক্ত নথি, তথ্য়ের উপর ভিত্তি করে হতে হবে। না হলে কোনও ফিডব্যাকই গ্রহণ করা হবে না।

কীভাবে এই অ্যানসার কি দেখা যাবে সেটা জেনে নিন।

WB NMMS 2023 এর অফিসিয়াল ওয়েবসাইট wbsed.gov.in গিয়ে গোটা বিষয়টি দেখতে হবে।

হোমপেজে এই লিঙ্কে গিয়ে ক্লিক করুন। সেখানে লেখা আছে, MAT & SAT Exam( NMMSE 2023)

এরপরই ওই সম্ভাব্য অ্য়ানসার কির একটা পিডিএফ বেরিয়ে আসবে।

সেটা ডাউনলোড করে রাখতে পারেন। তার একটা প্রিন্ট আউটও করে রাখতে পারেন।

NMMS Exam 2023। যে সমস্ত পড়ুয়ারা অষ্টম শ্রেণিতে ৫৫ শতাংশ নম্বর পেয়েছে বা তার থেকে বেশি নম্বর পেয়েছে সপ্তম শ্রেণির ফাইনাল পরীক্ষায় তারা এই পরীক্ষায় বসতে পারে। এসসি, এসটি, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য় ৫ শতাংশ ছাড় রয়েছে।

এই স্কলারশিপের জন্য পড়ুয়াদের সরকারি স্কুল, সরকার পোষিত স্কুল,মাদ্রাস সহ সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। বাবা মায়ের বার্ষিক আয় ৩,৫০,০০০বেশি হলে এই স্কলারশিপ মিলবে না। আবেদনের সঙ্গে তাদের আয়ের শংসাপত্র দাখিল করতে হবে। 

You might also like!