Life Style News

4 months ago

Kolkata Metro: স্বাধীনতা দিবসের বন্ধ হচ্ছে কলকাতা মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার! জানেন কোন স্টেশনের?

Kolkata metro station
Kolkata metro station

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আগামীকাল স্বাধীনতা দিবস। আর এই ৭৮ তম স্বাধীনতা দিবসেই বন্ধ হতে চলেছে কলকাতা মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার। কিছুদিন আগেই মেট্রো রেলওয়ে পার্পল এবং অরেঞ্জ লাইনের তিনটি স্টেশন 'বুকিং কাউন্টার বিহীন' স্টেশনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার ঠাকুরপুকুর ও বেহালা বাজার মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নিল রেল।

গত ১ অগাস্ট থেকে তারাতলা ও সখেরবাজার মেট্রো স্টেশন এবং কবি সুকান্ত স্টেশন এই তিনটি মেট্রো স্টেশনে থাকছে না কোনও টিকিট কাউন্টার।মেট্রোর তরফে জানানো হয়েছে, তারাতলা স্টেশনে দৈনিক গড় যাত্রী ৭০ জন, কবি সুকান্ত মেট্রো স্টেশন গড়ে যাত্রী সংখ্যা ২২০ জন, সখেরবাজারে এই সংখ্যা মাত্র ৫৫ জন। এই স্টেশনগুলিতে গত ১ অগাস্ট টোকেন, নতুন স্মার্ট কার্ড বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোনও বুকিং কাউন্টার খোলা থাকছে না এবং কোনও বুকিং কর্মীও উপস্থিত থাকছেন না। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে স্মার্ট কার্ড, টোকেন, QR কার্ড-সহ কাগজের টিকিট পাওয়া যাবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট স্টেশনে রয়েছে এই মেশিন। এই মেশিনে UPI- এর সাহায্যেও টিকিট কাটতে পারবেন যাত্রীরা।৬ মাস এই পাইলট প্রকল্প চালু রেখে যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে দেখবে তারা।

মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে যে, যাত্রীরা এই নতুন ব্যবস্থাকে স্বাগত জানাবেন এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি জনপ্রিয় হয়ে উঠবে। আগামী ৬ মাস মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখবেন এবং যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করবেন। ছ'মাস পরে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কলকাতা মেট্রো এই নতুন উদ্যোগকে সফল করতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করে। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারেন, সে বিষয়েও মেট্রো কর্তৃপক্ষ নজর রাখবেন বলেই খবর।

You might also like!