কৃষ্ণনগর, ৭ জুলাই : নদীয়া জেলার কৃষ্ণনগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত রোড স্টেশন সংলগ্ন এলাকায় বর্ধমান থেকে কৃষ্ণনগরগামী একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় প্রায় ৪০ জন বাসযাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।