Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

Life Style News

1 year ago

Apple Gardening Tips: কাশ্মীরি আপেল এবার বাংলায়! সহজেই করুন চাষ, জানুন পদ্ধতি

Kashmiri apple now in Bengal! Cultivate easily, know the method
Kashmiri apple now in Bengal! Cultivate easily, know the method

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের আপেল এবার পাওয়া যাবে বসিরহাটে। আপেল চাষ এবার অম্ভব ছাদে কিংবা ব্যালকনিতেও। কাশ্মীরি আপেল বিখ্যাত এর স্বাদ অথবা গন্ধের জন্যে। মানুষের সখেই সেই আপেল বাংলা কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছেছে। এবার চাইলে আপনিও আপনার ছাদ বাগান কিংবা ব্যালকনিতে আপেল গাছ লাগাতে পারেন।

আপেল বলতেই চোখের সামনে ভেসে ওঠে শীত প্রধান অঞ্চলের কথা। সেখানে একটু ব্যতিক্রমী আবহাওয়ায় আপেল চাষ শ্রমসাধ্য। কিন্তু অসম্ভব নয়। পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে আপনার ছাদ বাগানে চাষ করতে পারেন লাল টুকটুকে আপেল। বসিরহাটের বিবিপুরের গৃহশিক্ষক কামাল হোসেন ঘরের ছাদে ফলের বাগান তৈরি করেছেন। সেখানেই হরেকরকমের ফুল ও ফল গাছের সম্ভাহারে স্থান দেওয়া হয়েছে আপেলের।

হরিমন ৯৯ প্রজাতির আপেল যা গ্রীস্মের ঋতুতেও ফলন সম্ভব। আপনি চাইলে বাড়িতেই এই গাছ রোপন করতে পারেন। অনেক সময় বাজার থেকে কিনে আনা আপেলের চারা ভাল হয় না। যদি ভাল জাতের চারা হয় সেক্ষেত্রে ফলন ভাল হয়। ছাদ বাগানে আপেল চাষের ক্ষেত্রে প্রথমে বেছে নেবেন ২০ ইঞ্চির একটি বড় টব। আপেল চাষের জন্য মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথমে বালি, মাটি, নিমখোল, জৈব সার আর কোকোপিট ভাল ভাবে মিশিয়ে মাটি প্রস্তুত করবেন। তবে এমন ভাবে মাটি রাখবেন যাতে জল নিকাশের উপযুক্ত ব্যবস্থা থাকে। কারণ গাছের গোড়ায় জল জমে গাছ নষ্ট হয়ে যাবে। আপনি সরাসরি বাজার থেকে চারা কিনে এনে টবে রোপন করতে কিংবা নিজেই বাড়িতে আপেলের চারা তৈরি করতে পারেন, তাও আবার খুব সহজ উপায়ে।

You might also like!