Life Style News

4 days ago

Reduce Fine Lines: শীতের মরশুমে ত্বকের শুষ্কতা, বলিরেখা লক্ষ্যণীয়? চিন্তা নেই—বাড়িতেই মিলবে সহজ সমাধান

Reduce Fine Lines
Reduce Fine Lines

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের শুরুতেও শহরে এখনও সেভাবে নামেনি কনকনে শীত। কিন্তু আবহাওয়ার পরিবর্তন শুরু হতেই তার প্রভাব পড়েছে ত্বকে। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় অনেকের ত্বক ইতিমধ্যেই শুষ্ক, রুক্ষ হয়ে উঠছে। দিনের বেলা কিংবা রাতে ক্রিম না লাগালে টানটান ভাব, খসখসে অনুভূতি এমনকি অকাল বলিরেখাও দেখা যাচ্ছে।

ত্বক বিশেষজ্ঞদের মতে, এই সময় নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার তো অবশ্যই দরকার, পাশাপাশি চাই বাড়তি যত্নও। তবে বাজার চলতি দামী অ্যান্টি-এজিং ক্রিম সবসময় কাঙ্ক্ষিত ফল দেয় না। তাই অনেকেই খুঁজছেন প্রাকৃতিক উপায়। তাই ঘরোয়া প্রাকৃতিক উপাদানের সমন্বয়েই বানিয়ে নিতে পারেন বিভিন্ন প্যাক। এই প্যাকগুলি একসঙ্গে ত্বকের যত্নে দারুণ কাজ করে এবং আপনার ত্বককে বলিরেখার হাত থেকে মুক্ত রাখে।

১) হালকা গরম জলে এক চামচ কফি মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে এই ফেসপ্যাক ব্যবহার করুন। শুকিয়ে গেলে উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের বলিরেখা কমবে।

২) কলার খোসার মধ্যে কিছু পরিমাণ কফি এবং মধু ঢেলে দিন। সেই খোসাটা নিয়ে স্ক্রাবারের মতো করে মুখে ঘষতে থাকুন কয়েক মিনিট। এতে ত্বক ঝকঝকে হবে এবং বলিরেখা পড়বে না।

৩) হাঁটু, কনুই, বগলে যদি কালো ছাপ পড়ে তাহলে কলার খোসায় মধু, লেবুর রস মিশিয়ে ঘষে নিন। দেখবেন দ্রুত কালো ছোপ দূরে হবে।

৪) দিন দিন ঠোঁটের রং কালো হয়ে যাচ্ছে? কোনও চিন্তা নেই। কলার ছোট টুকরো করে নিন। তার মধ্যে অল্প কফি মিশিয়ে নিয়মিত ঠোঁটে লাগালেই কালো ছোপ দূর হবে।

৫) গ্রাউন্ডারে কিছুটা পরিমাণ কলা নিন। তার মধ্যে দুচামচ মধু মিশিয়ে নিন। আর দু চামক কফি। ভাল করে মিশিয়ে হাতে, পায়ে, মুখে, গলায় মেখে নিন। নিয়মিত এটা করলে ত্বক নরমও হবে, ঝকঝকেও হবে।

You might also like!