Breaking News
 
Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা Cristiano Ronaldo: অবসর নিয়ে জল্পনার অবসান! ২০২৬ বিশ্বকাপের আগেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা রোনাল্ডোর

 

Life Style News

1 hour ago

Dining Room Vastu Tips: বাস্তুমতে ডাইনিং রুম সাজান, মিলবে শান্তি আর সমৃদ্ধি!

Important Dinning Table Vastu Shastra Tips
Important Dinning Table Vastu Shastra Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সারাদিনের ব্যস্ততার মাঝে পরিবারের সবাই একসঙ্গে সময় কাটানোর সুযোগ খুব একটা মেলে না। তবে একমাত্র জায়গা, যেখানে সকলের দেখা হয়, তা হলো ডাইনিং টেবিল। খাবারের সঙ্গে সেখানেই হয় মনের আদান-প্রদান, আর তাতেই আরও দৃঢ় হয় পারিবারিক সম্পর্কের বন্ধন। কিন্তু যদি বাস্তু মেনে ডাইনিং টেবিল সাজানো না হয়, তবে ঘটতে পারে অশুভ ঘটনা—নেমে আসতে পারে বিপদ।

* প্রথমেই জেনে নেওয়া যাক, বাস্তু মেনে কোথায় রাখবেন ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল রাখতে হবে বাড়ির পশ্চিম দিকে। তাতে পরিবারের লোকজন একে অপরের উপর দায়বদ্ধ হয়ে উঠবেন। দিক পরিবর্তনের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের অবনতি হতে পারে।

* কোনদিকে মুখ করে খেতে বসছেন, তার উপরেই পারিবারিক সুখসমৃদ্ধি এবং উন্নতি নির্ভর করে। স্বাস্থ্য কেমন থাকবে, তা-ও দিকের উপর নির্ভরশীল। বাস্তুশাস্ত্র বলছে, পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে ডাইনিং টেবিলে খেতে বসুন। তাতেই হবে উন্নতি। তবে প্রবেশদ্বার যাতে পিছনে না থাকে, সেদিকে খেয়াল রাখুন।

* কোন ধরনের ডাইনিং টেবিল বাছবেন, তার উপরেও নির্ভর করে ভাগ্যোন্নতি। পারিবারিক উন্নতিতে অবশ্যই বেছে নিন কাঠের ডাইনিং টেবিল। পরিবারের সমৃদ্ধিতে বাড়িতে রাখুন গোলের পরিবর্তে চারকোণা টেবিল। অবসাদ থেকে মুক্তি পেতে চাইলে টেবিলের উপর কাচ না রাখার চেষ্টা করুন।

∆ ডাইনিং টেবিল সাজানোর ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য:

* টেবিল সবসময় পরিষ্কার রাখুন।

* ভুলেও ছুরি রাখবেন না টেবিলে। তাতে বাড়িতে নেতিবাচক শক্তির সঞ্চার হতে পারে।

* টেবিলের উপর গাছ রাখতে পারেন। ভুলেও কৃত্রিম প্লাস্টিকের গাছ রাখবেন না।

* ডাইনিং টেবিলের কাছাকাছি আয়না রাখবেন না। তাতে সংসারে অশান্তি হতে পারে।

* ডাইনিং টেবিলের নিচে ঝাঁটা রাখবেন না। তাতে সংসারে ব্য়য় বেশি হতে পারে।

You might also like!