Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Life Style News

1 week ago

lip care routine for Men: ধূমপানের জন্য ঠোঁটে কালচে ছোপ? কয়েকটি নিয়ম মানলেই মসৃণ ঠোঁট পাবেন পুরুষরাও!

Man black lips, smoker.effects of smoking
Man black lips, smoker.effects of smoking

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শরীরের অন্যান্য অংশের মতো ঠোঁটেরও সঠিক যত্ন নেওয়া জরুরি। যত্নের অভাবে ঠোঁট শুষ্ক ও ফেটে যেতে পারে, এমনকি রক্তপাতও হতে পারে। নরম রাখার জন্য অনেকেই বাজারে পাওয়া পণ্যের ওপর নির্ভর করেন, যা প্রায়শই রাসায়নিক মিশ্রিত থাকে। অধিকাংশ পুরুষই ঠোঁটের যত্নের দিকে খেয়াল রাখেন না, যার ফলে ঠোঁটে কালচে দাগ পড়ে যায়। বিশেষ করে যারা অতিরিক্ত ধূমপান করেন, তাদের ঠোঁটে দাগ বেশি দেখা যায়। অথচ নিয়মিত ও সামান্য পরিচর্যায় ঠোঁটকে নরম, মসৃণ এবং সুস্থ রাখা সম্ভব।

ঠোঁটের যত্ন নিতে কী কী করবেন?

১) প্রথমত ঘন ঘন ঠোঁট চাটা বা ঠোঁট কামড়ানোর অভ্যাস ছাড়তে হবে। ঠোঁটের ত্বক শুকিয়ে গেলে চামড়া টেনে তোলার অভ্যাসও ছাড়ুন। এতে ঠোঁটের ত্বক আরও বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে।

২) প্রতি রাতে শোওয়ার সময় অবশ্যই লিপ বাম লাগিয়ে শোবেন। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে।

৩) এক চামচ মধু, এক টেবিল চামচ চিনি ও এক টেবিল চামচ অলিভ অয়েলের মিশ্রণ তৈরি করে রাখুন। রাতে শোয়ার আগে এই মিশ্রণ অল্প করে নিয়ে ঠোঁটে ঘষতে হবে। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ধূমপানের কারণে ঠোঁটে যে কালচে দাগছোপ পড়ে যায়, এই স্ক্রাব ব্যবহারে তা উঠে যাবে।

৪) বাজারচলতি লিপ বামে অনেক রাসায়নিক থাকে। বাড়িতেই বানিয়ে নিন ভেষজ লিপ বাম। একটি পাত্রের মধ্যে নারকেল তেল ও পেট্রোলিয়াম জেলি একসঙ্গে নিয়ে গরম করতে হবে। গরম হয়ে গেলে, দু’টি উপাদানই মিশে গিয়ে একই রকম ঘনত্বের হয়ে যাবে। এ বার এই মিশ্রণকে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে ছোট কাচের শিশিতে ভরে রাখুন। এটি প্রতি দিন ঠোঁটে লাগালে ঠোঁট নরম থাকবে।

You might also like!