কলকাতা, ২৭ জানুয়ারি : কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ফের ফিরল শীতের আমেজ, পারদ-পতনের সঙ্গে সঙ্গেই ঠান্ডাও হয়েছে মহানগরী। রবিবারের পর সোমবারও কমল তাপমাত্রা। এদিন মহানগরী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম।
আগামী কিছু দিন তাপমাত্রা পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে কিছু কিছু জেলায় কুয়াশাও থাকতে পারে। দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। কুয়াশার কারণে সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পারদ-পতন হলেও জাঁকিয়ে শীতের আর সম্ভাবনা নেই।