কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : ফের দুর্ঘটনা সাদার্ন বাইপাসে। এবার রাস্তার ধারে রাখা ইটে ধাক্কা খেয়ে উল্টে গেল পাটের দড়ি বোঝাই একটি ট্রাক। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সাদার্ন বাইপাসের খাসমল্লিকের কাছে। স্থানীয় সূত্রে খবর, ১৬ চাকার একটি বড় ট্রাককে জায়গা দিতে গিয়ে রাস্তার বাঁদিকে সরে যায় দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি। সেখানে রাস্তার ধারে রাখা ছিল ইট, বালি-সহ একাধিক দ্রব্য। সেই ইটে ধাক্কা খেয়ে উল্টে যায় ট্রাকটি।
ট্রাকটির ভিতরে চালক একাই ছিলেন। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। উল্লেখ্য, এই রাস্তাতেই রয়েছে একাধিক স্কুল। বর্তমানে পরীক্ষাও চলছে স্কুলগুলিতে। গাড়ি উল্টে রাস্তা আটকে যাওয়ায় সমস্যায় পড়েন পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা প্রত্যেকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের উদ্যোগে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।