Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

kolkata

7 months ago

Mamata Banerjee to participate in Oxford University discussion: মমতার কেলগ কলেজের কর্মসূচি নিয়ে টানটান উত্তেজনা

West Bengal chief minister Mamata Banerjee
West Bengal chief minister Mamata Banerjee

 

504x2কলকাতা, ২৭ মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবার যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে কেলগ কলেজের কর্মসূচিতে যোগ দিতে। সূত্রের খবর, এ কারণে সেখানে উৎসাহ তুঙ্গে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কর্মসূচির বিবরণ দেওয়া হয়েছে। কোনও প্রবেশ মূল্য নেই। তবে অক্সফোর্ডের ‘রেজিস্টার্ড আইডি’ থেকে নাম নথিভুক্ত করাতে হবে। তারও এমন হিড়িক পড়েছে যে, বুধবারের মধ্যে নথিভুক্তিকরণ বন্ধ করে দেওয়া হয়েছে। কেলগ কলেজের প্রেক্ষাগৃহে আর জায়গা নেই, এমনই শোনা গেল। বুধবার রাতে (স্থানীয় সময়) সৌরভ পৌঁছন লন্ডনে। বৃহস্পতিবার মমতার সঙ্গেই তিনি যাবেন কেলগ কলেজে। বৃহস্পতিবার বেলা ১১টা (স্থানীয় সময়) নাগাদ লন্ডন থেকে সড়কপথে মমতা রওনা দেবেন অক্সফোর্ডে। সৌরভ তাঁর সঙ্গেই যাবেন, না অন্য কোনও গাড়িতে, তা এখনও ঠিক হয়নি।


বাংলার মুখ্যমন্ত্রীর বেলা ১টা (স্থানীয় সময়) নাগাদ পৌঁছোনোর কথা। মূল অনুষ্ঠান কেলগ কলেজের প্রেক্ষাগৃহে বিকেল সাড়ে ৫টায়। মাঝখানে চার ঘণ্টার মতো সময় অক্সফোর্ডের বিভিন্ন মাইলফলক মমতাকে ঘুরিয়ে দেখাবেন কর্তৃপক্ষ। যার শেষটি হল গ্রন্থাগার। সেখানে মমতা-সহ মাত্র পাঁচ জনের প্রবেশাধিকার রয়েছে। গ্রন্থাগার থেকে সোজা কেলগ কলেজের মূল প্রেক্ষাগৃহে।


You might also like!