kolkata

3 hours ago

Biplab Mitra: মন্ত্রী বিপ্লব মিত্রের হাত কাটল কাচের টুকরোয়

Biplab Mitra
Biplab Mitra

 

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ। কিন্তু নেতাজি ইন্ডোরে ঢোকার আগেই বিপদ। রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত কাটল কাচের টুকরোয়। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। জানা গিয়েছে, নেতাজি ইন্ডোরে ঢোকার সময় একটি কাঁচ ভেঙে যায়। ভাঙা কাঁচের দরজা বাঁ হাতের উপর পড়ে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি মন্ত্রীকে উদ্ধার করা হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন মন্ত্রী। উল্লেখ্য, এদিন মহাসমাবেশে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তা জানার অপেক্ষায় ছিল রাজনৈতিক মহল। এদিন সকাল থেকেই নেতাজি ইন্ডোরে আসতে শুরু করেন তৃণমূলের নেতা এবং কর্মীরা। পঞ্চায়েত স্তর থেকে মন্ত্রী স্তর পর্যন্ত নেতারা জড়ো হন।

You might also like!