কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মতে, ডাক্তারদের ঘুষ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরার মিলোনী বাজারে চা চক্রের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, "মুখ্যমন্ত্রী ডাক্তারদের ঘুষ দিয়েছেন, আগেই বেতন বৃদ্ধি করা উচিত ছিল। তিনি ভাতা দিয়েছেন, যাতে ডাক্তাররা আর আন্দোলন না করেন। সমগ্র (স্বাস্থ্য) ব্যবস্থাই একটি ব্যর্থতা, যেহেতু সিপিআই (এম) এবং তাঁরা (তৃণমূল) এটিকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হবে না।"
উল্লেখ্য, রাজ্যের সরকারি হাসপাতালে ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট ডক্টরেট ট্রেনি পর্যন্ত সর্বস্তরের ডাক্তারদের বেতন বৃদ্ধি করছে রাজ্য সরকার। সোমবার কলকাতার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলনে এ কথা জানান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ১৫ হাজার টাকা করে বৃদ্ধি পাচ্ছে। এর আওতায় পড়ছেন ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট, স্নাতকোত্তর স্তরের (পোস্ট গ্র্যাজুয়েট) সিনিয়র রেসিডেন্ট এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা। এ ছাড়া ইন্টার্ন, হাউস স্টাফ, স্নাতকোত্তর স্তরের শিক্ষানবিশ (পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি) চিকিৎসক এবং পোস্ট ডক্টরেট শিক্ষানবিশ ডাক্তারদের বেতন ১০ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।