Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

kolkata

7 months ago

Sealdah: শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার ৬টি আগ্নেয়াস্ত্র, ধৃত মালদার যুবক

6 firearms recovered from Sealdah station, Malda youth arrested
6 firearms recovered from Sealdah station, Malda youth arrested

 

কলকাতা, ১৭ মার্চ : শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে সোমবার সকালে একাধিক অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বিহার থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছিল। ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃত যুবকের নাম হাসান শেখ।

তাকে জেরা করে জানা গিয়েছে, ৪২ বছর বয়সি ওই যুবক মালদার কালিয়াচক থানার অন্তর্গত নারায়ণপুরের বাসিন্দা। বিহার থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিল সে। তবে তাঁর কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, কেন সেগুলি কলকাতায় আনা হচ্ছিল, সে সব এখনও জানা যায়নি।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ভোর থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে নজরদারি বৃদ্ধি করা হয়েছিল। সকাল সাড়ে ৫টা নাগাদ হাটেবাজারে এক্সপ্রেস শিয়ালদহে এসে থামতেই ট্রেন থেকে নামে হাসান। তাকে দেখে সন্দেহ হয় এসটিএফের তদন্তকারীদের। তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একে একে ৬টি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

You might also like!