International

11 months ago

Ukraine drone attack on Russian warship:রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা ইউক্রেনের

Ukraine drone attack on Russian warship
Ukraine drone attack on Russian warship

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাশিয়ার ক্ষেপণাস্ত্রসজ্জিত একটি যুদ্ধজাহাজ ও একটি টহল যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল শুক্রবার ইউক্রেনের গোয়েন্দা সূত্র জানায়, চলতি সপ্তাহে সামুদ্রিক ড্রোন দিয়ে পৃথক এসব হামলা চালানো হয়।

হামলায় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত না জানালেও সূত্রটি রয়টার্সকে বলেছে, ক্ষেপণাস্ত্রসজ্জিত যুদ্ধজাহাজ ‘বাইয়ান’–এ গতকাল হামলা চালানো হয়। আর ‘পাভেল দেরজাভিন’ যুদ্ধজাহাজে হামলা চালানো হয় গত বুধবার। ইউক্রেনের নৌবাহিনী এ হামলা চালায়।ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরে বৃহস্পতিবার দিবাগত রাতে স্থল ও আকাশপথে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। কয়েক মাস ধরে এ শহর দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। চার দিন ধরে সেখানে তীব্র লড়াই চলছে।

ইউক্রেন বলছে, তাদের বাহিনী শহরটিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে। আভদিভকার সামরিক প্রশাসনের প্রধান ভিতালি বারাবাস জানান, শহরটিতে একের পর এক হামলা হচ্ছে। আকাশপথে হামলার পাশাপাশি স্থলপথেও গোলাবর্ষণ করা হচ্ছে। হামলায় অংশ নিচ্ছে অনেক পদাতিক সেনাও।এদিকে গতকাল রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দোনেৎস্কের পোকরোভস্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। 

এ ছাড়া খেরসন অঞ্চলের বেরিস্লাভ শহরে একটি গাড়িতে ড্রোনের সহায়তায় হামলা চালানো হয়। এতে গাড়িতে থাকা ৩৪ বছর বয়সী এক নারী নিহত হন। হামলায় তাঁর স্বামী গুরুতর আহত হয়েছেন।

You might also like!