International

11 months ago

Protest in Ankara and Tehran: গাজার হাসপাতালে হামলায় ক্ষোভে ফুঁসছে তুরস্ক, রাজধানী আঙ্কারায় শুরু বিক্ষোভ

Türkiye, angered by the attack on the hospital in Gaza, protests began in the capital Ankara
Türkiye, angered by the attack on the hospital in Gaza, protests began in the capital Ankara

 

আঙ্কারা, ১৮ অক্টোবর: গাজার হাসপাতালে হামলায় ক্ষোভে ফুঁসছে তুরস্ক। তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হয়েছে বিক্ষোভ-প্রতিবাদ। বুধবার ভোররাতে হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে গাজার হাসপাতালে হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। ক্ষোভে ফুঁসছে ইরানও। এদিনই ভোররাতে গাজার হাসপাতালে হামলার প্রেক্ষিতে ইরানের রাজধানী তেহরানে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা একটি সমাবেশ করেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার গাজার একটি হাসপাতালে মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই বিস্ফোরণে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই হামলার জন্য হামাস এবং ইজরায়েল একে অপরকে ঘটনার জন্য দায়ী করেছে। হামলার পরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টুইট করেছেন, "সমগ্র বিশ্বের জানা উচিত, গাজার বর্বর সন্ত্রাসীরা গাজার হাসপাতালে হামলা চালিয়েছে, আইডিএফ (ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী) নয়। যারা আমাদের শিশুদের নৃশংসভাবে হত্যা করেছে, তারা নিজেদের সন্তানদেরও হত্যা করেছে"।

You might also like!