International

1 year ago

Nasa: চাঁদের গায়ে গর্ত তৈরি করে দিয়েছে রাশিয়া - অভিযোগ নাসার

Moon Surface (File Picture)
Moon Surface (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চাঁদের গায়ে সফল ল্যান্ডিংয়ের তালিকায় বিশ্বের ৪টি দেশ - আমেরিকা, রাশিয়া, চীন ও ভারত। আর একমাত্র ভারত যে চাঁদের দক্ষিণ মেরুতে নামিয়েছে চন্দ্রযান-৩। সমস্ত বিশ্ব এর জন্য ধন্যবাদ জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে। দেড়িতে হলেও পুতিনের দেশ থেকে  এসেছে শুভেচ্ছাবার্তা। কিন্তু এরই মধ্যে নাসার পক্ষ থেকে করা হয়েছে ভয়ঙ্কর অভিযোগ। সেই অভিযোগের কেন্দ্রে আছে অবশ্য ভারত। অভিযোগের সারবত্তা নিয়ে আলোচনা হতেই পারে। প্রশ্ন হচ্ছে গুরুতর অভিযোগটা কী?

ভারত চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রমকে নামানোর ঘোষণা করেছে অনেক দিন। এবং নির্দিষ্ট সময়ে চন্দ্রযান -৩ পাঠায়। সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎই রাশিয়া ঝড়ের গতিতে ঠিক করে চাঁদে পাঠিয়ে দিলো লুনা-২৫। শুধু চাঁদের দক্ষিণ মেরু অভিযানের ক্রেডিট ভারতকে দিতে চায় নি রাশিয়া। সেই কারণেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রায় কোনো প্রস্তুতি ছাড়াই পাঠিয়ে দিলো লুনা -২৫। আর এর ফলেই লুনা-২৫ মুখ থুবড়ে পড়লো চাঁদের দক্ষিণ মেরুতে। অভিযোগটা এখানেই। নাসার অভিযোগ, চাঁদের মাটিতে ভারতকে টেক্কা দিতে গিয়ে কার্যত ব্যর্থ হয়েছে রাশিয়া। ভারতের ল্যান্ডারের আগেই রাশিয়া তাদের লুনা ২৫ যান চাঁদে নামানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টা মুখ থুবড়ে পড়ে। ফলে চাঁদের গায়ে তৈরি হয় বিশাল গর্ত। এতে ক্ষতি হয়েছে চাঁদের সামগ্রিক ভৌগোলিক পরিবেশ। নাসা জানাচ্ছে,

গত ১৯ অগাস্ট লুনা ২৫ যানটি চাঁদের ওপর আছড়ে পড়ে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র পাঠানো চাঁদের চারধারে ঘুরতে থাকা যান তারপর চাঁদের গায়ে একটি নতুন গর্ত বা ক্রেটার দেখতে পায়। নাসার দাবি লুনা ২৫ আছড়ে পড়ার ফলেই ওই গর্তটি চাঁদে তৈরি হয়েছে। যা আগে ছিলনা। তাদের পর্যবেক্ষন ওই অঞ্চলের বহু ছবি আছে নাসার হাতে। কিন্তু কোনো ছবিতেই নেই ওই গর্ত বা ক্রেটার। এর জন্য দায়ী লুনা-২৫। এই মুহূর্তে সমস্ত বিশ্বকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস লুনা আছড়ে পড়ার পর চাঁদের মোটামুটি কোন জায়গায় সেটি আছড়ে পড়ে থাকতে পারে তার একটা আন্দাজ দেয়। নাসার যান যে গর্তটি পেয়েছে তা তারই আশপাশে। ফলে ওই ক্রেটার যে লুনা-২৫ এর আঘাতে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। নাসা এও জানাচ্ছে যে এর আগে ওই অংশের যে ছবি নেওয়া হয়েছিল তাতে ওই ক্রেটারটি ছিলনা। এখন হয়েছে। তাই তাদের দৃঢ় বিশ্বাস রাশিয়ার লুনা ২৫ আছড়ে পড়ার ফলেই ওই গর্ত তৈরি হয়েছে চাঁদের গায়ে। এই নিয়ে রাষ্ট্রসঙ্ঘের কাছে অভিযোগ জানাবে আমেরিকা - এমন কথাও শোনা যাচ্ছে।

You might also like!