International

4 months ago

President Draupadi Murmu:রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফিজির সর্বোচ্চ সম্মানে ভূষিত

President Draupadi Murmu
President Draupadi Murmu

 

ফিজি, ৬ আগস্ট : ফিজি সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেদেশের সর্বোচ্চ সম্মান "দ্য কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি"-তে ভূষিত হয়েছেন। সেদেশের রাষ্ট্রপতি উইলিয়াম কাতোনিভিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর তাঁকে এই সম্মান প্রদান করা হয়।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সুভার স্টেট হাউসে ফিজির রাষ্ট্রপতি উইলিয়াম কাতোনিভিয়ার উষ্ণ অভ্যর্থনা জানান। ভারত-ফিজি সম্পর্ক আরও গভীর করার বিষয়ে দুই দেশের প্রধানরা আলোচনা করেন। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ফিজিতে এটাই আমার প্রথম সফর। আজ আমি ফিজির রাষ্ট্রপতি এবং ফিজির প্রধানমন্ত্রীর সাথে একটি ইতিবাচক আলোচনা করেছি। আমি ফিজি সরকারের কাছে কৃতজ্ঞ আমাকে কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি প্রদান করার জন্য। এই সম্মান ভারত ও ফিজির মধ্যে শক্তিশালী ও গভীর সম্পর্কের প্রতীক।

You might also like!