International

4 months ago

Monkeypox in Pakistan:পাকিস্তানে মাঙ্কিপক্সের থাবা, সৌদি ফেরত ৩ জনের শরীরে মিলল ভাইরাস

Monkeypox in Pakistan
Monkeypox in Pakistan

 

ইসলামাবাদ, ১৬ আগস্ট  : পাকিস্তানে মিললো মাঙ্কিপক্স। ৩ জনের শরীরে মিলেছে এই ভাইরাস। পাকিস্তানে ৩ জন রোগীর শরীরে মাঙ্কিপক্স ভাইরাস ধরা পড়েছে, শুক্রবার খাইবার পাখতুনখওয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে। যে ৩ জনের শরীরে মাঙ্কিপক্সের সন্ধান মিলেছে, সবাই সৌদি আরব থেকে পাকিস্তানে এসেছে।

পাকিস্তানে প্রথম মাঙ্কিপক্সের সন্ধান মিলতেই বিমানমবন্দর গুলিতে নজরদারি জোরদার করা হয়েছিল। এদিকে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে মাঙ্কিপক্স ভাইরাসের হদিশ পাওয়ার পর বর্ডার হেলথ সার্ভিসেস (বিএইচএস) এবং প্রাদেশিক কর্তৃপক্ষকেও উচ্চ সতর্কতা জারি করা হয়।

You might also like!