International

11 months ago

Kamala Haris: সন্ত্রাসবাদের কোনও ব্যাখ্যা হয় না : কমলা হ্যারিস

Kamala Haris (File Picture)
Kamala Haris (File Picture)

 

ওয়াশিংটন, ১২ অক্টোবরঃ ইজরায়েল-প্যালেস্টাইন বিবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের কোনও ব্যাখ্যা হয় না। কমলা হ্যারিস তাঁর এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় বলেছেন, "যা ঘটেছে তাতে আমি অত্যন্ত ক্ষুব্ধ। আমরা সন্ত্রাসবাদের চরম কর্মকাণ্ডের দিকে তাকিয়ে আছি, যেগুলিকে কোনও অনিশ্চিত শর্তে নিন্দা করা উচিত। সন্ত্রাসবাদের কোনও ব্যাখ্যা হয় না।"

কমলা হ্যারিস আরও বলেছেন, "প্রেসিডেন্ট এবং আমি ইজরায়েলের প্রতি নিজেদের প্রতিশ্রুতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি, তাঁদের সমর্থন করার এবং ইজরায়েলকে রক্ষার জন্য যা প্রয়োজন তা দেওয়ার জন্য। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারগুলির মধ্যে একটি হল আমেরিকান নাগরিকদের নিরাপত্তা এবং মঙ্গল... এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের মিত্র, ইজরায়েলি অংশীদার এবং কংগ্রেসের সদস্যদের সঙ্গে ক্রমাগত যোগাযোগে থাকি।" ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানিয়েছেন কমলা।


You might also like!