International

11 months ago

Israel-Hamas War: গাজায় হামাসমুক্ত ‘নতুন জমানা’ তৈরি করতে চায় ইজরায়েল

Israel-Hamas War (File picture)
Israel-Hamas War (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নেতানিয়াহুর  শুক্রবার বার্তা দিয়েছেন, "জয় না পাওয়া অবধি গাজায় লড়াই চলবে।" এই বার্তার পর অনেকেরই আশঙ্কা যে, হামাস-ইজরায়েল সংঘাত আরও দীর্ঘতর হতে চলেছে। ইজরায়েলের তরফেও ইঙ্গিত দেওয়া হচ্ছে, খুব শীঘ্রই তারা স্থলপথে হামলা চালাতে চলেছে গাজার উত্তরাংশে। অন্য দিকে, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, হামাসের সঙ্গে তিন দফায় যুদ্ধের পর তারা গাজা ভূখণ্ডে ‘নতুন জমানা’ তৈরি করতে চায়। 

এই নতুন জমানা কেন হবে, তা স্পষ্ট না হলেও, সেটা যে প্যালেস্তিনীয় সশস্ত্র সংগঠন হামাসকে বাদ দিয়েই হবে, তা তেল আভিভের কথায় স্পষ্ট। শুক্রবার ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাব গ্যালান্ত পার্লামেন্টের বিদেশ এবং প্রতিরক্ষা সংক্রান্ত কমিটির বৈঠকে জানান, গাজায় ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হামাসের পরিকাঠামো ধ্বংস করতে বহু সময় লাগতে পারে। কিন্তু হামাসকে হারিয়ে তাঁরা সেখানে ‘নতুন জমানা’ তৈরি করতে চান। এই নতুন জমানা ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য জরুরি বলে জানিয়েছেন তিনি।

গাজায় ইজরায়েল ‘প্রত্যাঘাত’ করার পরেই জল্পনা ছড়ায় যে, ২০০৫ সালের পর আবার এই প্যালেস্তিনীয় ভূখণ্ডের দখল নিতে পারে ইজরায়েল। সেই জল্পনা খারিজ করে দিয়ে ইজরায়েলের মন্ত্রী জানিয়েছেন, এলাকাকে হামাসমুক্ত করা-ই উদ্দেশ্য, গাজার দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করা লক্ষ্য নয়। 

You might also like!