International

8 months ago

Mohammed Muijju: ‘মোদির কাছে ক্ষমা চান’! আরও অস্বস্তিতে মুইজ্জু

Mohammad Muijju  (File Picture)
Mohammad Muijju (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুকে  ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির  কাছে ক্ষমা চাইতে বললেন মালদ্বীপের  বিরোধী দলনেতা কাসিম ইব্রাহিম। ব্যক্তিগতভাবে মোদির পাশাপাশি ভারত সরকারের কাছেও ক্ষমা প্রার্থনার পরামর্শ দিলেন ইব্রাহিম। মালদ্বীপ সংসদে সংখ্যার বিচারে প্রধান বিরোধী দল এমডিপি। সম্প্রতি তারা প্রেসিডেন্ট মুইজ্জুর বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনার কথা জানিয়েছে। তার মধ্যেই মোদির কাছে ক্ষমা চাইতে বললেন জুমহুরি পার্টির নেতা কাসিম ইব্রাহিম। 

ইব্রাহিম বলেন, কোনও দেশ সম্পর্কে, বিশেষ করে প্রতিবেশী দেশ সম্পর্কে এমন কথা বলা উচিত নয়, যা সম্পর্ককে প্রভাবিত করে। আমাদের রাষ্ট্রের প্রতিও আমাদের একটি বাধ্যবাধকতা রয়েছে, যা অবশ্যই বিবেচনা করা উচিত। রাষ্ট্রপতি সোলিহ এই বাধ্যবাধকতা বিবেচনা করেই “ইন্ডিয়া আউট” প্রচার নিষিদ্ধ করতে নির্দেশ জারি করেছিলেন। এখন ইয়ামিন (সাবেক রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন) প্রশ্ন তুলছেন যে মুইজ্জু, যিনি ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেনে অংশ নিয়েছিলেন, কেন রাষ্ট্রপতির ডিক্রি বাতিল করেননি?” 

ইব্রাহিম আরও বলেন, “ওই ডিক্রি বাতিল করা উচিত নয়। কারণ এতে শুধু জাতির ক্ষতি হবে। আমি মুইজ্জুকে বলব যে এটা করা উচিত নয় কখনই। এইসঙ্গে আমি বলব, চিন সফরের পরে বিতর্কিত মন্তব্যের জন্য ভারত সরকার এবং প্রধানমন্ত্রী মোদি কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান মুইজ্জু।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মালদ্বীপের পার্লামেন্টে তুমুল মতবিরোধ চলছে। ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর আমলে যেভাবে ভারতের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে, সেই নিয়ে সরব বিরোধীরা। এহেন পরিস্থিতিতে রবিবার গুরুত্বপূর্ণ ভোটাভুটি হওয়ার কথা ছিল দ্বীপরাষ্ট্রটির সংসদে। মুইজ্জু সরকারের সাংবিধানিক বৈধতা নিশ্চিত করতে এদিন ভোটের আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, সংসদ ভবনে গণ্ডগোল পাকায় শাসকদলের এমপিরাই। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সাংসদদের এই হাতাহাতির ভিডিও। 


You might also like!