International

2 months ago

Bangladesh: বাংলাদেশের ফরিদপুরে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৫ জনের, আহত ২০

Two buses collided head-on in Faridpur, Bangladesh
Two buses collided head-on in Faridpur, Bangladesh

 

ঢাকা, ১৫ অক্টোবর : বাংলাদেশের ফরিদপুরের কানাইপুরের মল্লিকপুরে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরের এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুরে এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন বলেছেন, ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হয়েছেন। নিহত পাঁচজন খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিলেন। তিনি জানান, আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

You might also like!