Horoscope

9 months ago

Bastu Tips : ঘরে টাকা-পয়সা আসছে না? মেনে চলুন টিপস গুলি

Bastu Tips (Symbolic Picture)
Bastu Tips (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জ্যোতিষশাস্ত্রের এক অন্যতম অংশ হল বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র আসলে যে কোনও ব্যক্তির জীবনকে সহজ করে তোলার বৈজ্ঞানিক টিপস। অনেকে একে ভাল মনে গ্রহণ করেন, আবার অনেকে শুধুমাত্র গোঁড়ামি বলে দূরে ঠেলে রাখেন। বাড়িতে নানা সমস্যার মধ্যে আর্থিক সমস্যা হল অন্যতম। কমবেশি সকলেই এই সমস্যার  সম্মুখীন হন। অর্থসঙ্কটের সঙ্গে লড়াই করতে করতেই জীবনটা কেটে যায়। হাজার চেষ্টা করেও অর্থভাগ্য ফেরাতে হিমশিম খেলে বাস্তু নিয়ম মেনে চলা উচিত।

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির সব কিছু যদি সঠিক পথে রাখা হয়, তবে একজন ব্যক্তি অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সম্পদ-সমৃদ্ধির অনেক সহজ সমাধান বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, যা গ্রহণ করলে কোনও ব্যক্তিকে আর্থিক সমস্যায় পড়তে হয় না।আর্থিক সমস্যা মেটানোর জন্য বাস্তুশাস্ত্র মতে কী কী খেয়াল রাখা উচিত জেনে নিন- 

অ্যাকোয়ারিয়াম কোথায় রাখবেন

উত্তর-পূর্ব কোণে হিন্দুদের দেব-দেবীদের বাস বলে মনে করা হয়। তাই মনে রাখা উচিত, সেদিকে, ময়লা বা ভারি জিনিস যেন এদিক রাখবেন না।আর্থিক লাভের জন্য বাড়ির উত্তর-পূর্ব কোণে অ্যাকোয়ারিয়াম বা একটি ছোট ওয়াটারফল শোপিস রাখা উচিত।

ওয়ারড্রোব এভাবে রাখুন 

বাস্তু অনুসারে, বাড়ির উত্তর-পশ্চিম অংশ সবসময় উঁচু হওয়া উচিত, আর উত্তর-পূর্ব দিকে ঢাল থাকা উচিত। ঘরের আলমারি সর্বদা দক্ষিণের দেওয়ালের পাশে রাখুন, আর আলমারিটি উত্তর দিকে মুখ করা উচিত। বাস্তুশাস্ত্র মতে, এই নিয়ম মেনে চললে আর্থিক সংকটে পড়তে হবে না কখনও। 

রাতে খাওয়ার পর রান্নাঘরে এঁটো বাসনপত্র রাখার অভ্যাস অনেকেরই থাকে। বাস্তুশাস্ত্র মতে, এই কাজ মোটেই করা উচিত নয়। তাতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে ঘর ছেড়ে চলে যেতে পারেন। তাই রাতে বাসন ধোওয়ার পরই ঘুমাতে যান। শুধু তাই নয়, রাতে শোওয়ার আগে খেয়াল রাখবেন বাড়ির কোনও ট্যাব বা কল থেকে জল না পড়ে।

You might also like!