Festival and celebrations

11 hours ago

Digital Rakhi 2025:রাখিতেও এ বার প্রযুক্তির ছোঁয়া! জনপ্রিয় হচ্ছে ডিজিটাল রাখি, দাম জানলে চমকে যাবেন

trending Rakhi designs
trending Rakhi designs

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : রাখি বন্ধনের সময় দরজায় কড়া নাড়ছে। ভাই-বোনের অকৃত্রিম ভালোবাসার এই পবিত্র বন্ধন যুগের পর যুগ ধরে পালন হয়ে আসছে। বোন ভাইয়ের মঙ্গল কামনায় রাখি বাঁধেন, আর ভাই প্রতিজ্ঞা করেন তার সুরক্ষা ও সুখ নিশ্চিত করার।

তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই রীতির উপস্থাপনায় এসেছে বদল। এক সময় বোনেরা নিজ হাতে তৈরি রাখি পরিয়ে দিতেন ভাইয়ের হাতে—তাতে থাকত আবেগ আর নিখাদ আন্তরিকতা। এরপর বাজারে জায়গা করে নেয় নানা রঙের ও ডিজাইনার রাখি। আর এখন? প্রযুক্তির যুগে এসে রাখিতেও যোগ হয়েছে টেক টাচ! বাজারে হাজির হয়েছে ডিজিটাল রাখি—যা ঘরোয়া আবেগ আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাচ্ছে।

এই রাখি শুধু দেখতে অভিনব নয়, এতে যুক্ত হয়েছে এমন সব ফিচার যা চমকে দেবে ভাই-বোন দুজনকেই। উৎসবের আবহে এই নতুনত্বই এখন শহর থেকে মফস্বল—সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু।


আজকাল সবকিছুই স্মার্ট হচ্ছে, ডিজিটাইজেশন ট্যাগ লেগে যাচ্ছে সবকিছুর সঙ্গে। ফলে সেই তালিকা রাখিই বা বাদ থাকে কেন। এও বলা যেতে পারে যুগের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা। আধুনিকতার ছোঁয়া লেগেছে শহর থেকে শহরতলির নানান বাজারে । এবার অভিনব ডিজিটাল রাখি বিকোচ্ছে। অত্যাধুনিক এই রাখির মধ্যে আছে বিভিন্ন ধরনের লাইটিংয়ের ব্যবস্থা। হাতে নিলেই বিভিন্ন আলো জ্বলে উঠছে রাখীতে। তাতেই খুশি আট থেকে আশি। দাম ২৫ টাকা থেকে শুরু করে ৪০ টাকা পর্যন্ত। এই ডিজিটাল রাখিতেই এবার জমজমাট রাখি বন্ধনের বাজার।


You might also like!