Health

1 year ago

Benefit of Ginger |শীতের মরশুমে বাড়ছে সর্দি-কাশির সমস্যা, এই কটি উপায়ে মিলবে উপকার

ginger
ginger

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের সময় আবহাওয়ার পরিবর্তনের কারণে জ্বর, সর্দি, কাশির সমস্যা প্রায়শই দেখা দেয়। সঙ্গে দেখা দেয় পেটের সমস্যা। শীত শুরু মানে একের পর এক শারীরিক জটিলতা। আর এই সকল জটিলতা চলতে থাকে সারা শীত জুড়ে। এই ঠান্ডার মরশুমে সুস্থ থাকতে কী করবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। এই মরশুমে সুস্থ থাকতে খাদ্যতালিকায় যোগ করুন একটি বিশেষ উপাদান। সারা শীত জুড়ে নিয়মিত আদা খান। আদা দূর করবে নানান জটিলতা। শরীর রাখবে সুস্থ। যে কোনও রোগ থেকে দেবে মুক্তি। এবার শীতের মরশুমে এই কয় উপায় আদা খেলে শরীর থাকবে সুস্থ। জেনে নিন কীভাবে আদা খাবেন। 
১.আদা চা- রোজ আদা দিয়ে চা বানিয়ে খেতে পারেন। আধা খেলে শীতের মরশুমে শরীর থাকবে গরম। তেমনই দূর হবে একাধিক জটিলতা। মেনে চলুন এই বিশেষ টিপস।
২.তরকারিতে আদা- তরকারি রান্নার সময় তাতে আদা যোগ করুন। আদার গুণে একদিকে যেমন খাবারে আসবে স্বাদ তেমনই শরীর হবে সুস্থ। মেনে চলুন এই বিশেষ টিপস। এই সময় তরকারিতে আদা যোগ করুন।
৩.আদারা আচার- শীতের মরশুমে আচার সকলের খেয়ে থাকেন। এবার শীতের মরশুমে আদার আচার খেতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়। তেমনই স্বাস্থ্যের জন্য উপকারী। তাই সু্স্থ থাকতে শীতের মরশুমে খাদ্যতালিকায় যোগ করুন আদা।
৪.আদারা জ্যাম- ফলের জ্যাম তো প্রায়শই খেয়ে থাকেন। খেতে পারেন আদার জ্যাম।  রুটি দিয়ে খেতে পারেন এমন জ্যাম । এতে  স্বাস্থ্যের উন্নতি হবে।  


You might also like!