Health

1 year ago

Scrub Typhus: নিঃশব্দে জেলায় বাড়ছে স্ক্রাব টাইফাস, ছড়াচ্ছে আতঙ্কও

Scrub typhus
Scrub typhus

 

কলকাতা, ১ নভেম্বর : ডেঙ্গুর বাড়বাড়ন্তের মধ্যেই নিঃশব্দে জেলায় বাড়ছে স্ক্রাব টাইফাস। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সচেতন করতে চালানো হচ্ছে প্রচার সরকারের তরফে। আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার বলে জানা গিয়েছে, তবে স্বস্তির বিষয় হল এখনও কারও মৃত্যু হয়নি। ভিড় বাড়ছে বিভিন্ন হাসপাতালে। আট থেকে আশি যে কোনও বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারেন। তবে, ছোট ছেলে-মেয়েদের মধ্যে রোগের প্রকোপ বেশি।


কলকাতায় চলতি বছরে এমন রোগী পাওয়া না গেলেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ-সহ বেশিরভাগ জেলার কৃষক পরিবারে বা গাছপালা ঘেরা এলাকায় এই রোগ বেশি দেখা যাচ্ছে। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ । 


You might also like!